আন্তর্জাতিক ডেস্ক : অসুস্থ ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজকে নিজের একটি কিডনি দিতে চান মুম্বাইয়ের ইঞ্জিনিয়ার ফাহিম আনসারি। কিডনি বিকল হয়ে বর্তমানে দিল্লি এইমসে ভর্তি রয়েছেন সুষমা। সম্ভবত একটি কিডনি বাতিল করতে হতে পারে। একথা শুনেই এগিয়ে এলেন মুম্বাইয়ের ওই ইঞ্জিনিয়ার। খবর ইন্ডিয়াডটকমের।
হঠাৎ কেন কিডনি দান করার সিদ্ধান্ত নিতে গেলেন ফাহিম? মুম্বাইয়ের ওই ইঞ্জিনিয়ার জানিয়েছেন সুষমা স্বরাজের প্রতি তিনি কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা থেকেই তিনি কিডনি দিতে চান।
ফাহিম বলেন, মালদ্বীপে কাজ করতে দিয়ে তিনি একটি মাদক চোরাচালান মামলায় জড়িয়ে যান। সংসদ কীর্তি সোমাইয়া ও ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের চেষ্টাতেই তিনি দেশে ফিরে আসতে পেরেছিলেন। তা না হলে জেলেই পচে মরতে হতো। আমার কিডনি যদি সুষমাজীর কাজে লাগে তা হলে আমি তা দিতে চাই।
সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপনের খবর পেয়েই ফাহিমের পরিবারের পক্ষ থেকে এই মাসে যোগাযোগ করা হয়। এর আগে সুষমার কিডনি বিকল হওয়ার খবর পেয়েই ভোপালের এক ট্রাফিক পুলিশ তার কিডনি সুষমাকে দিতে চেয়েছিলেন। গৌরব ডাঙ্গি নামে ওই ট্রাফিক কনস্টেবল জানিয়েছেন, সুষমাজি একজন অত্যন্ত ভালো নেত্রী। আমাদের উচিত ওকে সারিয়ে তোলা। আমার ব্লাড গ্রুপের সঙ্গে ওর গ্রুপ ম্যাচ করেছে। তাই কিডনি দিতে চাই।
উল্লেখ্য, গত বুধবার সুষমা ট্যুইট করেন, এই মাসে ভর্তি রয়েছি। কিডনি বিকল হয়েছে। এখন ডায়ালিসিস চলছে। কিডনি বদল করার জন্য প্রয়োজনীয় পরীক্ষা চলছে।
১৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি