আন্তর্জাতিক ডেস্ক : বিজেপিতে বহু ব্যাচেলর নেতা রয়েছেন। সয়ং প্রধানমন্ত্রী মোদিও! ফলে এটা যে বিয়ের মরশুম তা তারা বুঝতে পারেননি। মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে এভাবেই কটাক্ষ করলেন যোগগুরু বাবা রামদেব। খবর ইন্ডিয়াডটকমের।
এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রামদেব বলেন, এই নোট বাতিলের সিদ্ধান্ত দিন পনের বা এক মাস পরে কার্যকর করলে ভালো হতো। তাহলে অনেকের ততটা অসুবিধা হতো না। কারণ এটা হল বিয়ের মরশুম। অনেকেই টাকা নিয়ে ভীষণ বিপদে পড়ে গেছেন। আসলে বিজেপিতে বহু নেতাই কয়েছেন যারা এখনও কুমার। ফলে তারা এটা বুঝতে পারেননি।
সরকার যে এই সিদ্ধান্ত কোনও ভুল করেননি তা অবশ্য সঙ্গে সঙ্গে বলে দেন রামদেব। তবে টাইমিং নিয়েও তার আপত্তি। এদিন রামদেব বলেন, এই সিদ্ধান্তের ফলে একটা জিনিস হয়েছে। সেটি হল পাত্রপক্ষ এখন আর পণ চাইতে পারছে না।
উল্লেখ্য, নোট বাতিলের সিদ্ধান্তে প্রবল অসুবিধায় পড়ে গেছেন ভারতের মানুষজন। কয়েক সপ্তাহের মধ্যে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে কেন্দ্রীয় সরকার দাবি করলেও তা কবে হবে কারও জানা নেই। বিশেষ করে যাদের বাড়িতে বিয়ে রয়েছে তারা বেশি অসুবিধায় পড়ে গেছেন।
ভারত সরকার অবশ্য ঘোষণা করেছে বিয়ে থাকলে আড়াই লাখ টাকা পর্যন্ত তোলা যাবে। ঠিকঠাক পরিকল্পনা করে যে নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা হয়নি তা স্পষ্ট টাকা তোলা, লেনদেনের ব্যাপারে একাধিক পরিকল্পনা ঘোষণা করা।
১৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি