আন্তর্জাতিক ডেস্ক : বানরের বাদরামিতে বড় সংঘর্ষ। আর তাতে নিহত ও আহতের ঘটনা! লিবিয়ায় একটি পোষা বানরকে কেন্দ্র করে দুটি প্রতিদ্বন্দ্বি গোত্রের সদস্যদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে অর্ধশত।
দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সাভায় এ ঘটনা ঘটেছে। খবরে বলা হয়েছে, একটি পোষা বানর এক স্কুলছাত্রীর ওপর হামলা চালিয়ে তার মাথার ওড়না খুলে ফেলে এবং তাকে খামচি দেয়।
মেয়েটির পরিবার বানরটিকে শাস্তি দিতে চাইলে বানরের মালিকের পরিবারের সদস্যদের সাথে সংঘর্ষ হয়। এতে বানরসহ ওই পরিবারের তিনজন মারা যায়।
এরপর আওলাদ সুলেইমান এবং গুয়েদাদফা গোত্রের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই লড়াইতে ট্যাংক, রকেট, মর্টার এবং অন্যান্য ভারী অস্ত্রশস্ত্র ব্যবহৃত হয়।
বানরের মালিক গুয়েদাদফা গোত্রের। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদাফিও এই গোত্রেরই সদস্য ছিলেন। এদের সঙ্গে দীর্ঘদিন ধরে আওলাদ সুলেইমান গোত্রের বিবাদ চলছে।
লিবিয়ার মানব পাচারকারী এবং অস্ত্র চোরাকারবারিরা সাভা শহরটিকে একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে। কর্নেল গাদাফির মৃত্যুর পর থেকে লিবিয়ার আইনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে।
২২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর