আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মিরের আজাদ সেক্টরের একটি গ্রামে ভারতীয় সেনাদের গুলিতে চার বেসামরিক নিহত হয়েছে। অপরদিকে, পাকিস্তানি সেনাদের গুলিতে ছয় ভারতীয় সেনা নিহত হয়েছে। ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। খবর ডনের।
সীমান্তে ভারতীয় সেনাদের গোলাবর্ষণে আরো ১৮ বেসামরিক নিহত হয়েছে। সোমবার সকাল থেকেই সীমান্তের নাকইয়াল সেক্টরে গোলাগুলি শুরু হয়। প্রাথমিক খবরে জানানো হয়েছিল গোলাগুলির ঘটনায় দু’জন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছে।
নাকইয়াল সহকারি কমিশনার সরদার জিসান নিসার টেলিফোনে ডনকে এ তথ্য নিশ্চিত করেছেন। সীমান্তের ভিমবার জেলার সামাহনি সেক্টরেও গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির ঘটনায় বারোহ গ্রামে দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।
এদিকে, রোববার কেরি সেক্টরের চারহোই তেহসিলে গোলাগুলির ঘটনায় চারজন নিহত এবং আরো দু’জন আহত হয়েছে।
২২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম