মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬, ০১:২৬:৪৫

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি কিনছে ভারত

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগোনা ও নদীয়ায় ১৯৭ একর জমি কৃষকদের কাছ থেকে সরাসরি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

সোমবার পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা কৃষকদের কাছ থেকে জমি ক্রয়ের অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে জমি কিনবে।

এই প্রকল্পটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হতে যাচ্ছে। কেননা, সাধারণত কেন্দ্রীয় সরকার কোনো প্রকল্পের জন্য রাজ্য সরকারের সহায়তায় জমি ক্রয় করলেও এবারই প্রথম কেন্দ্রীয় সরকারের প্রকল্পে জমি কিনবে কোনো রাজ্য সরকার।

সরকার ভূমি অধিগ্রহণের নোটিশ পাঠালে জমির মালিকের নামমাত্র ক্ষতিপূরণে জমি দিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় না থাকলেও সরকার জমি ক্রয় করার সিদ্ধান্ত নেয়ায় জমি মালিকের আর্থিক ক্ষতি অনেকটা কমে। এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার জাতীয় মহাসড়ক নির্মাণ প্রকল্পের জন্য জাতীয় মহাসড়ক আইন ১৯৫৬ সালের অধীনে ভূমি অধিগ্রহণ করেছিল।

বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার ক্ষেত্রে ভূমি অধিগ্রহণে নতুন আইন প্রণয়ন না করায়, কেন্দ্রীয় সরকারের পক্ষে ভূমি অধিগ্রহণের এখতিয়ার নেই। তাই রাজ্য সরকারকে দিয়েই সীমান্তে বেড়া দিতে প্রয়োজনীয় জমি সংগ্রহ করা হচ্ছে বলে জানান কেন্দ্রীয় সরকারের এক কর্মকর্তা। সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া
২২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে