আন্তর্জাতিক ডেস্ক : এই খবরটা পড়ার পর সত্যজিৎ রায়-এর ‘বারীন ভৌমিকের ব্যারাম’-গল্পটা মনে পড়তে পারে অনেকের। তবে মনে পড়ুক বা না পড়ুক, যাকে নিয়ে এই খবর, চুরি করা তাঁর নেশা না পেশা, তা নিয়ে আপাতত ধন্ধে ভারতের পুলিশ। তাঁকে ব্যাখ্যা করতে গেলে খুব সহজে বলা যায় ‘উচ্চশিক্ষিতা মোবাইল চোর।’ তরুণীকে দেখে কেউ ভাবতেই পারবেন না যে মোবাইল লোপাট করতে এতটা সিদ্ধহস্ত তিনি। কথাবার্তায় স্মার্ট, দেখতেও সুন্দরী। কিন্তু রূপে মজলেই মুহূর্তে গায়েব হয়ে যাবে আপনার দামী মোবাইল।
তবে শেষমেশ তরুণী ধরা পড়লেন পুলিশের কাছে। আটক তরুণীর নাম সোনি কুমারী( ২৪)। সোমবার সকালে অবধ-অসম এক্সপ্রেস থেকে তাঁকে যাত্রীরা এনজেপি স্টেশনে জি.আর.পি থানার পুলিশের হাতে তুলে দেন ।
আপাতত পুলিশি হেফাজতেই রয়েছেন সোনি। জিজ্ঞাসাবাদের পরে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের কাছে। ধৃত তরুণী বিহারের বাসিন্দা এবং সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ের মাস্টার অফ সায়েন্সের ছাত্রী বলে পুলিশকে জানিয়েছেন তিনি। তাঁর ব্যাগ তল্লাশি করে পুলিশ ৬টি দামি চোরাই মোবাইল পেয়েছে এবং বেশকিছু ট্রেন এবং ফ্লাইটের টিকিট-ও পেয়েছে। গতকাল ওই তরুণী গৌহাটি থেকে ট্রেনে ওঠেন এসি ২ টায়ার কোচের একটি টিকিট কেটে। রাতে যাত্রীরা ঘুমিয়ে পড়ার পরে বেশ কয়েকজনের ব্যাগ থেকে মোবাইল বের করে নেন ওই তরুণী।
সব মিলিয়ে প্রায় ৬ টি মোবাইল চুরি করেন ওই তরুণী। যদিও শেষে এক যাত্রী তাঁকে দেখে ফেলেন। তারপরই তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যেসব যাত্রীর মোবাইল খোয়া গেছে, তাঁদের ফিরিয়ে দেওয়া হয় মোবাইল-ও। এরপরেও ওই তরুণীর কাছ থেকে লক্ষাধিক টাকার মোবাইল পায় পুলিশ। যার কোনওরকম কাগজপত্র পুলিশকে দেখাতে পারেননি তিনি।
জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও জানতে পেরেছে, ওই তরুণী হামেশাই এসি-কোচে সফর করেন এবং এসি-কোচ থেকে যাত্রীদের মোবাইল চুরি করা তাঁর অভ্যাস। পুলিশের অনুমান,কয়েক লক্ষ টাকার মোবাইল চুরি করে ফ্লাইটে চেন্নাই নিয়ে গিয়ে সেগুলি কোন চক্রের মাধ্যমে বিক্রি করতেন তরুণী। কেননা, তাঁর কাছ থেকে গৌহাটি-চেন্নাই এর ফ্লাইটের টিকিট পেয়েছেন পুলিশি আধিকারিকরা। তবে এত উচ্চশিক্ষিতা হয়েও কেন ওই তরুণী চুরির সাথে যুক্ত এবং আর কেউ এই চক্রে জড়িত রয়েছে কি না, তা জানতে আজ অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে তুলে ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।
সোমবার এনজেপি জিআরপি থানার আইসি স্বপন সরকার জানান, "যাত্রীরাই আমাদের পুরো ঘটনা জানালে আমরা ওই তরুণীকে গ্রেফতার করি। তাঁর ব্যাগ থেকে ৬টি দামী মোবাইল পাওয়া গিয়েছে। সেই মোবাইলগুলি চুরি করেই নিয়ে এসেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তবে তার সঙ্গে আরও অনেকে যুক্ত থাকতে পারে। সেজন্য আমরা তাঁকে পুলিশি হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবো"। -এবেলা।
২২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম