আন্তর্জাতিক ডেস্ক : এবার সৌদি আরবে বসে ইসলাম ধর্মের অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ার পর গ্রেফতার হয়েছে এক ভারতীয় নাগরিক। দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, সোমবার ওই প্রবাসী ভারতীয়কে গ্রেফতার করেছে রিয়াদ পুলিশ। পবিত্র কাবা শরীফের উপরে গৌতম বুদ্ধের ছবি বসিয়ে তা ফেসবুকে পোস্ট করেছিল অভিযুক্ত ওই ব্যক্তি।
রিয়াদ পুলিশের এক মুখপাত্রের কথায়, পবিত্র কাবা শরিফের উপরে গৌতম বুদ্ধের ছবি সুপার ইম্পোজ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। ধর্মানুভূতিতে আঘাত হানার অভিযোগে আমাদের তদন্তকারী দল ওই অভিযুক্ত ভারতীয়কে গ্রেফতার করেছে।”
তিনি আরও জানিয়েছে, কৃষিকাজের সঙ্গে যুক্ত বছর ৪০ -এর ওই প্রবাসী ভারতীয় রিয়াধের আল মাজমা শহরের বাসিন্দা। যদিও অভিযুক্তের নাম প্রকাশ করেনি রিয়াধ পুলিশ। -কলকাতা২৪।
২২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম