আন্তর্জাতিক ডেস্ক: মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির যাবজ্জীবন কারাদণ্ড বাতিল করে পুনর্বিচারের আদেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।
মঙ্গলবার মিশরের আপিল আদালত কোর্ট অব ক্যাসেসশন সুপ্রিম কোর্ট এ আদেশ দেয়। খবর রয়টার্সের।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মুরসিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল।
আপিল আদালত দণ্ডাদেশ বাতিল করে অভিযোগটির বিষয়ে নতুন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন।
গত সপ্তাহে একই আদালত মুরসির মৃত্যুদণ্ড বাতিল করে পুনর্বিচারের আদেশ দিয়েছিল।
উল্লেখ্য, মিশরে ২০১১ সালের গণঅভ্যুত্থানের পর ২০১২ সালে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন মুরসি। এরপর ২০১৩ সালের জুন মাসে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসির অভ্যুত্থানের পর থেকে ক্ষমতার দৃশ্যপটে অনুপস্থিত রয়েছেন মুরসি।
২২ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর