বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬, ০১:১৯:২২

বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধী, দাবি কংগ্রেস কর্মীর

বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধী, দাবি কংগ্রেস কর্মীর

আন্তর্জাতিক ডেস্ক: দুনিয়ার নজরে তিনি অবিবাহিত। দেশের ‌‘‌মোস্ট এলিজেবল ব্যাচেলর্স’‌-‌দের একজন। তবে রাহুল গান্ধীর নাকি বিয়ে হয়ে গেছে অনেকদিন আগেই। দাবি এলাহাবাদের এক নারীর। একটি ভিডিওতে নিজেকে রাহুলের স্ত্রী বলে দাবি করেছেন ওই নারী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

সেখানে দেখা যাচ্ছে, নারী বলছেন,  তিনি কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ও দলিত সমাজের প্রতিনিধি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী যেভাবে দলিতদের হয়ে কথা বলছেন এবং দলিত নারীদের বিয়ে করতে যুবকদের উদ্যোগী হতে বলছেন তাতে তিনি মুগ্ধ। রাহুল গান্ধীকে তিনি মনে মনে স্বামী বলে মেনে নিয়েছেন। মনে মনেই বিয়ে করে ফেলেছেন রাহুলের সঙ্গে। রাহুল ছাড়া তাঁর জীবন অসম্পূর্ণ বলেও দাবি করেন এই নারী।

এলাহাবাদে দলীয় দপ্তরে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন এই নারী। সেখানেই সংবাধমাধ্যমের সামনে রাহুলের প্রতি তাঁর প্রেম উজার করে দেন। নারীর দাবি, তিনি কয়েকবার রাহুল গান্ধীর সঙ্গে করমর্দন করেছেন। সেই সময় রাহুল নাকি তাঁর দিকে প্রেমের দৃষ্টিতে তাকিয়েছেন। স্বপ্নেও নাকি রাহুল গান্ধীর সঙ্গে তিনি অভিসারে যান।

রাহুল নাকি স্বপ্নেই তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছেন। আরও দাবি, নারী তাঁর এলাকায় কংগ্রেসের পদাধিকারী ছিলেন। কিন্তু, চক্রান্ত করে তাঁকে পদচ্যুত করা হয়। রাহুল তাঁকে বিয়ে করলেই এই সব চক্রান্তকারীদের তিনি দেখে নেবেন।-আজকাল

২৪ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে