আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আদানা শহরে গভর্নরের দপ্তরের সামনে গাড়ি বোমা হামলায় দু’জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার এ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মাহমুদ দিমিরতাস বার্তা সংস্থা আনাদুলুকে বলেন, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় এ শহরে গভর্ণরের দপ্তরের প্রবেশ পথের কাছে গাড়ি পার্কিংস্থলে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
তিনি জানান, সন্দেহজনক এ গাড়ির নাম্বার সনাক্ত করা গেছে এবং গাড়িতে এক নারী হামলাকারী ছিল বলে ধারণা করা হচ্ছে।
তবে তাৎক্ষণিকভাবে হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি।
তুরস্কে সাম্প্রতিক বছরগুলোতে কুর্দি, ইসলামি ও বামপন্থী জঙ্গিরা হামলা চালিয়ে আসছে। এরে আগেও চলতি বছরের জুনে তুরস্কের ব্যস্ততম বিমানবন্দর ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে আত্মঘাতী হামলায় নিহত হয় ৪১ জন মানুষ।
২৪ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি