বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬, ১০:৫৮:৩২

ইজরায়েলি ফর্মুলায় ভারতীয় প্রত্যাঘাতে কাঁপছে পাকিস্তান

ইজরায়েলি ফর্মুলায় ভারতীয় প্রত্যাঘাতে কাঁপছে পাকিস্তান

প্রসেনজিৎ চৌধুরী : পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে আতঙ্ক৷ ভারতের দিক থেকে ঝাঁকে ঝাঁকে পড়ছে মর্টার শেল৷ বাধ্য হয়ে বাঙ্কার ফেলে পিছু হটেছে পাক রেঞ্জার্স৷ লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘনের জবাবে এবার কড়া জবাব ভারতীয় সেনার৷ সেই জবাবেই পাকিস্তান রেঞ্জার্স ও জঙ্গিরা থরহরিকম্প৷ নিয়ন্ত্রণ রেখার ওপারে বাড়ছে হতাহতের সংখ্যা৷

তাহলে দিনের পর দিন মার খেয়ে ভারত কি এবার ইজরায়েলের মতো কড়া অবস্থান নিতে চলেছে? পাক সেনার ভিতরেই উঠছে এমন প্রশ্ন৷  ভারতীয় সেনার সাম্প্রতিক মর্টার বর্ষণের ধারা অনেকটা ইজরায়েলি বর্ডার পুলিশ ও সেনার মতো৷ যারা কখনই শত্রুকে রেয়াত করে না৷

ইজরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়েছে৷ ইয়ম কিপ্পুর যুদ্ধের পর থেকেই প্রতিবেশী প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডে লাগাতার মর্টার ও ট্যাঙ্ক আক্রমণ চালায় ইজরায়েল৷ শয়ে শয়ে গাজাবাসী প্যালেস্তিনীয়র মৃত্যু হয়৷ বিশ্বজোড়া ধিক্কারের মুখে পড়ে পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র৷ তবুও শত্রু অর্থাৎ প্যালেস্তিনীয় সন্ত্রাসবাদী সংগঠন হামাসকে প্রতিহত করতে কোনও খামতি রাখেনি ইজরায়েল৷

ফলে দুনিয়ার অন্যতম ঘনবসতি এলাকা গাজার রাস্তায় একাধিকবার জমতে দেখা গিয়েছে মৃতদেহের পাহাড়৷ যদিও ইজরায়েলি আক্রমণ একতরফা ছিল না৷ স্বাধীন রাষ্ট্রের নামে অবরুদ্ধ গাজা শহর থেকেই নাশকতা চালানোর পরিকল্পনা করেছিল হামাস৷  তাদের মর্টার আক্রমণে ইজরায়েলের বিভিন্ন শহরে মৃত্যু হয় অনেক নিরীহ নাগরিকের৷ তারই প্রতিক্রিয়ায় শুরু হয় ইজরায়েলের দিক থেকে মারাত্মক প্রতি আক্রমণ৷

ইজরায়েলের প্রথম রাষ্ট্রপ্রধান ছিলেন ডেভিড বেন গুরিয়েন৷ ইজরায়েল জন্ম নেওয়ার পরই তাদের উপর ঘটে আরব দেশগুলির আক্রমণ৷ কিন্তু বেন গুরিয়নের সফল নেতৃত্বে তা ঠেকাতে সক্ষম হয় ইজরায়েল৷ সেই থেকে তার দেখানো পথেই আগ্রাসী ভূমিকায় বার বার কঠোর হতে দেখা গিয়েছে আরব দুনিয়ার মাটিতেই মাথা তোলা এই অমুসলিম দেশটিকে৷ ইজরায়েলের মধ্যে পড়ে যাওয়া জেরুজালেম শহরের অধিকার নিয়েও ধর্মীয় ঐতিহ্যের কারণে এখনও চলছে আরব ও ইজরায়েলি, এই দুই জাতির চূড়ান্ত টেনশন৷ তাই সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ নাশকতা রুখতেও কঠোর রাষ্ট্রে পরিণত হয়েছে ইজরায়েল৷

উরিতে জঙ্গি হামলার জবাবে অধিকৃত কাশ্মীরের মাটিতে ঘটেছে ভারতীয় কমান্ডোদের সার্জিক্যাল স্ট্রাইক৷ গুঁড়িয়ে গিয়েছে সেখানকার বিভিন্ন জঙ্গি ঘাঁটি৷ মুখে তা অস্বীকার করলেও পাকিস্তান রীতিমতো অপ্রস্তুত৷ পাক সেনা বিশেষজ্ঞদের ধারণা, সীমান্ত পার করে ভারতীয় কমান্ডো অভিযানে রয়েছে ইজরায়েলি সেনাবাহিনী ও সেখানকার বিশেষ কমান্ডো তালিমপ্রাপ্ত গোয়েন্দা সংস্থা মোসাদের ছোঁয়া৷ এ ধরনের অভিযানে বিশেষভাবে পটু ইজরায়েলি কমান্ডোরা৷  

তারা সেই দক্ষতা দেখিয়েছে উগান্ডার মাটিতে অপারেশন থান্ডারবলের মতো একাধিক অভিযানে৷ মার্কিন ও রুশ কমান্ডোদের কাছেও যা ঈর্ষণীয়৷ বাধ্য হয়ে সাম্প্রতিক ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাতের চুলচেরা বিশ্লেষণ করছেন পাকিস্তান রেঞ্জার্সের বিশেষজ্ঞরা৷ তাতে স্পষ্ট হচ্ছে ইজরায়েলি ছাপ৷ ইসলামাবাদের দুশ্চিন্তার কারণ ভারত-ইজরায়েল কূটনৈতিক সম্পর্কের ক্রমউন্নতি৷ অতি সম্প্রতি ইজরায়েলের প্রেসিডেন্ট ভারত সফর করেছেন৷ সেই সফরে উঠে আসে সামরিক বিষয়ে ইজরায়েলের সাহায্যের বিষয়টি৷ সেই সূত্রে মোদী সরকারের সীমান্ত সুরক্ষা নীতি বেশ আক্রমণাত্মক৷ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে পাক রেঞ্জার্স৷

নিয়ন্ত্রণ রেখা পার করে অন্তত ৯০ কিলোমিটার দূরে অধিকৃত কাশ্মীরের নীলম উপত্যকায় আছড়ে পড়ছে ভারতীয় মর্টার শেল৷ মৃত্যু হয়েছে অনেকের৷ অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদেও টার্গেট স্থির করেছে ভারতীয় সেনা৷ নিয়ন্ত্রণরেখার ওপারে বাগ, কোটলি, মীরপুর, ভীমবেড় সহ অধিকৃত কাশ্মীরের সর্বত্রই ছড়িয়েছে ভারতীয় মর্টার আক্রমণের আতঙ্ক৷ ঠিক এভাবেই একটা সময়ে ইজরায়েলি মর্টার শেল আক্রমণের আতঙ্কে রাত পার করেছেন ভূমধ্যসাগর তীরবর্তী গাজা শহরবাসী৷ এখনও হামাস মাথা তুলছে মনে করলেই জর্ডন নদীর পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক ও গাজায় বার বার হামলা চালায় ইজরায়েলি সেনা৷

উরিতে জঙ্গি হানার পর সরকার সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তানি অনুপ্রবেশ রুখতে নিয়ন্ত্রণরেখা বরাবর বিশাল প্রাচীর নির্মাণ করা হবে৷ প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংক ও গাজা শহরের সঙ্গে ইজরায়েলের সীমান্তের মতোই হবে এই প্রাচীর৷ এক্ষেত্রেও ইজরায়েলি কায়দাতেই সীমান্ত নাশকতা রুখতে সচেষ্ট দিল্লি৷ কলকাতা ২৪

লেখক : কলকাতার সাংবাদিক

২৪ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে