শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬, ১০:৫৫:৪২

নতুন নোটের জন্য ভেঙে গেল বিয়ে

নতুন নোটের জন্য ভেঙে গেল বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক: হাতে পর্যাপ্ত টাকা না থাকায় কাটছাঁট হচ্ছে ভারতে বিয়ের আয়োজনে। কমছে জৌলুসও। বিয়ের মৌসুমে নোট বাতিলের জেরে এ ঘটনা ঘটছিলই৷ তবে মুজফফরনগরে স্রেফ নতুন নোটের কারণেই ভেঙে গেল বিয়ে।

পাত্রীর বাবা জানান, বিয়েতে পাত্রপক্ষর দাবি ছিল একটি গাড়ি। সেইসঙ্গে বরপণ বাবদ নগদ টাকা। তবে সে টাকা দিতে হবে নতুন নোটে। সেইমতোই এগোচ্ছিল বিয়ের আয়োজন। মেয়ের বিয়ে যাতে সুষ্ঠুভাবে মেতে তার জন্য চেষ্টার কসুর করেননি বাবা। আয়োজন প্রায় সারাও হয়েছিল। কিন্তু বিয়ের ঠিক একদিন আগে বিপত্তি। বরপণের টাকা নতুন নোটে না পাওয়ায় বিয়ের পিঁড়িতে বসতে নারাজ হয় পাত্র। অনেক বুঝিয়েও পাত্রপক্ষকে রাজি করানো যায়নি। শেষমেশ ভেঙেই গেল বিয়ে।

নতুন নোটের সংকটে যেখানে ভুগছে গোট ভারত, সেখানে এতটা আর জোগাড় করে উঠতে পারেননি পাত্রীর বাবা। অসহায় তিনি জানাচ্ছেন, “ওরা আগেই শর্ত দিয়ে রেখেছিল৷ নতুন টাকায় বরপণ না পেলে বিয়ে হবে না৷ তাইই হল৷” -সংবাদ প্রতিদিন।
২৬ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে