শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬, ০৪:৩৫:০৯

‘মুসলিম বিদ্বেষী ট্রাম্প একটি দেশের প্রেসিডেন্ট, ভাবলেই ভয় হয়’

‘মুসলিম বিদ্বেষী ট্রাম্প একটি দেশের প্রেসিডেন্ট, ভাবলেই ভয় হয়’

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় তিনিই সর্বপ্রথম হিজাব পরে টিভি উপস্থাপনার অনুমতি পেয়েছেন। নাম জিনেলা মাসা। ২৯ বছর বয়সী মাসা একজন মুসলিম। কানাডার সিটি নিউজ-এ কর্মরত রয়েছেন তিনি।

গত সপ্তাহে চ্যানেলের সম্পাদক আচমকাই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব দেন তাকে। প্রথমে অবাক হলেও, দক্ষতার সঙ্গেই কাজ করছেন তিনি। তারপর থেকেই শুভেচ্ছা বার্তা পাচ্ছেন।

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে দেশের প্রথম হিজাব পরিহিতা টেলিভিশন সাংবাদিক হিসেবে ওই খবরের চ্যানেলে যোগ দিয়েছিলেন জিনেলা। মাত্র এক বছরের মধ্যেই ফের নতুন ইতিহাস গড়লেন তিনি। গত কয়েক বছর ধরে ইউরোপ ও আমেরিকায় বিভিন্ন জায়গায় সন্ত্রাস হামলার জের ধরে মানুষের মনে মুসলিম ভীতি তৈরি হয়েছে।

ইসলাম এবং মুসলিম বিদ্বেষকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অনেকেই। বর্তমানে বর্ণ বিদ্বেষের সবচেয়ে বড় একটি উদাহরণ হচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সম্পর্কে জিনেলা বলেন, ‘ট্রাম্পের মতো একজন মুসলিম বিদ্বেষী মানুষ একটি দেশের প্রেসিডেন্ট এটা ভাবলেই ভয় হয়।’
২৬ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে