শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬, ০৮:১০:৫৫

কোমরে গামছা জড়িয়ে মোদির নাচ, হারমোনিয়ামে সঙ্গীতে অমিত শাহ

কোমরে গামছা জড়িয়ে মোদির নাচ, হারমোনিয়ামে সঙ্গীতে অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক: ‘নোটবাতিল’-এর পরে নরেন্দ্র মোদিকে নিয়ে একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে। কোনও ভিডিওতে তিনি হিটলার, তো কোনওটায় তাঁকে নিয়ে তৈরি হয়েছে আজগুবি মেমে।

কিন্তু, এর বাইরে এমনকিছু ভিডিও তৈরি হয়েছে, যেখানে কীর্তিত হচ্ছে মোদির জয়গাথা। আবার কোনও ভিডিওতে নোটবাতিলকে ঘিরে বাঁধা হয়েছে তুমুল ব্যঙ্গাত্মক গান। এমনই একটি ভিডিও-তে মোদী এবং তাঁর দলবলকে নিয়ে তৈরি হয়েছে অ্যানিমেশন।

এখানে দেখা যাচ্ছে নোটবাতিলে দেশবাসীর সমর্থন পেয়ে গানের আসর বসিয়েছেন মোদি। তিনি হাঁটুর উপরে ধুতি তুলে কোমরে গামছা বেঁধে উদ্দাম নেচে যাচ্ছেন। আর হারমোনিয়ামে সঙ্গত করছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি এবং মোদীর ডানহাত অমিত শাহ। অন্য একটি ভিডিওতে মোদীকে আবার শক্তিমান হিসাবেও দেখানো হয়েছে।-এবেলা
২৬ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে