আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে জনপ্রিয় সেই সেনাপ্রধান রাহিল শরিফ এখন অতীত। তার স্থানে পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়াকে নিয়োগ করা হয়েছে। শনিবার একথা জানাল পাকিস্তানের চ্যানেল জিও টিভি।
একই সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল জুবায়ের মাহমুদ হায়াতকে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান করা হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হবে। ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট জি এইচ কিউ-এর ইনস্পেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন কামার। রাহিল শরিফ সেনাপ্রধান হওয়ার আগেও এই দায়িত্ব পালন করেছিলেন।
২০১৩ সালের ৩০ নভেম্বর সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন রাহিল শরিফ। পদাতিক বাহিনীর কার্যপদ্ধতির পরিবর্তনের মাধ্যমে সুনাম কুড়িয়ে ছিলেন এ সেনা কর্মকর্তা। পাকিস্তানেও রাহিলের খুব জনপ্রিয়তা ছিল।
২৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি