শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬, ১০:৫৮:১২

মিয়ানমারের ইয়াঙ্গনে বোমা বিস্ফোরণে তিন মুসলিমকে গ্রেফতার

মিয়ানমারের ইয়াঙ্গনে বোমা বিস্ফোরণে তিন মুসলিমকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গনে স্থানীয় সরকার কার্যালয় ভবনে এক বোমা বিস্ফোরণের ঘটনায় তিন জন লোককে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই মুসলিম এবং এর সাথে রাখাইন রাজ্যের কোন সম্পর্ক আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় ইয়াঙ্গনে স্থানীয় সরকার কার্যালয়ে পেতে রাখা ঘরে-তৈরি বোমার ওই বিস্ফোরণ ঘটে। এতে কেউ আহত হয় নি।

বিবিসির খবরে বলা হচ্ছে, সন্দেহভাজন যে তিন মুসলিমকে গ্রেফতার করা হয়েছে, তাদের সাথে রাখাইন রাজ্যে কর্তৃপক্ষের ভাষায় যে 'সন্ত্রাসীরা তৎপর রয়েছে' - তাদের কোন যোগাযোগ আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার ইয়াঙ্গনের অভিবাসন দফতরে একই ধরণের এক বিস্ফোরণ ঘটে। তা ছাড়া নভেম্বরের ১৭ তারিখ একটি সুপারমার্কেটে আরো দুটি বিস্ফোরণ ঘটেছিল। কেউই এসব বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করে নি এবং পুলিশও কোন সন্দেহভাজনের নাম বলে নি।

রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর ওপর এক আক্রমণের পর সেখানে সেনাবাহিনী কয়েক সপ্তাহ ধরে এক ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করছে। এর পর ওই রাজ্য থেকে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা মুসলিম পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাখাইন রাজ্যে শত শত বেসামরিক লোকের মৃত্যু হয়েছে এবং পরিকল্পিতভাবে নির্যাতন চালানোর খবর পাওয়া গেছে। বিবিসি

২৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে