আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে তপ্ত সম্পর্ক ও জঙ্গি নিধনে আন্তর্জাতিক নিন্দার আবহেই পাকিস্তানের নয়া সেনাপ্রধান হলেন জেনারেল কামার জাভেদ বাজওয়া। শনিবার জেনারেল বাজওয়াকে দেশের নতুন সেনাপ্রধান হিসেবে বেছে নেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী পদ হল সেনাপ্রধানের পদ। দেশটির জন্মের ৬৯ বছরের মধ্যে প্রায় অর্ধেক সময় শাসনভার সামলেছে সেনা। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম সেনা বাহিনীর প্রধানের পদে মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নেবেন জেনারেল কামার জাভেদ বাজওয়া।
আন্তর্জাতিক মহলের আশা, পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে সেনার সম্পর্ক খানিকটা ভালো হবে নয়া সেনাপ্রধানের নিয়োগে। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পাশাপাশি জঙ্গি নিধনেও পাকিস্তান কার্যকরী ভূমিকা নেবে বলেও মনে করা হচ্ছে। সেনাপ্রধান ঘোষিত হওয়ার পরই জেনারেল বাজওয়া বলেছেন, 'ভারতের থেকেও পাকিস্তানের সবচেয়ে বড় হুমকি কট্টরপন্থীরা।'
প্রসঙ্গত, বিদায়ী সেনাপ্রধান রাহিল শরিফই গত দু'দশকে প্রথম সেনাপ্রধান, যিনি ঠিক সময়ে অবসর নিলেন। পাক ইতিহাসে দেখা গিয়েছে, বেশির ভাগ সেনাপ্রধানই অবসরের সময় আরও ৩ বছর মেয়াদ বাড়িয়ে থেকে গিয়েছেন। ইন্ডিয়া টাইমস
২৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি