রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬, ০২:০৪:২৮

ভয়াবহ দাবানল থেকে ইসরাইলকে রক্ষায় ৩টি অগ্নিনির্বাপক বিমান পাঠালেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

ভয়াবহ দাবানল থেকে ইসরাইলকে রক্ষায় ৩টি অগ্নিনির্বাপক বিমান পাঠালেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ দাবানলের আগুন জ্বলছে দখলদার ইহুদিবাদী ইসরাইল। সে আগুন নেভানোর জন্য আমেরিকা, রাশিয়া, তুরস্ক, গ্রিস, ফ্রান্স, স্পেন, সাইপ্রাস ও কানাডা থেকে বিমান পাঠানো হয়েছে। মুসলিম বিশ্বের ‘শত্রু’ হলেও শুধুমাত্র মানবিক কারণে সেখানে তিনটি অগ্নিনির্বাপক বিমান পাঠিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হাইফা শহরের লোকজন ঘরে ফিরতে শুরু করেছে। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করছে। বৃহস্পতিবার এ শহর থেকে হাজার হাজার মানুষ পালিয়ে গিয়েছিল।

ইহুদিবাদি ইসরাইলের দাবানল নেভাতে মুসলিম দেশ তুরস্কসহ ৮টি দেশের অগ্নিনির্বাপক বিমান চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ইসরাইলের দাবানল নেভাতে তুরস্ক সরকার ৩টি বিমান পাঠিয়েছে। এছাড়া, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, স্পেন, কানাডা, সাইপ্রাস ও গ্রিস পানিবাহী উভচর বিমান পাঠিয়েছে।
২৭ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে