রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬, ০৪:৩৪:০৪

ডিজিটাল লেনদেন হলেই এগোবে ভারত: মোদি

ডিজিটাল লেনদেন হলেই এগোবে ভারত: মোদি

আন্তর্জাতিক ডেস্ক: কৃষকদের উন্নয়ন হলে তবেই দেশ এগোবে৷ বিজেপি সরকার কৃষকদের সরকার, পিছিয়ে পড়া মানুষের সরকার৷ উত্তরপ্রদেশের কুশিনগরে নির্বাচনী প্রচারে গিয়ে এই ভাষাতেই কৃষকদের গুণগান গাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, “এ দেশের কোনও সমস্যা থাকত না, যদি কৃষকদের জীবনযাপনের মানোন্নয়নের দিকে নজর দেওয়া হত৷ শক্তিশালী কৃষক, স্বচ্ছল গ্রামই ভারতের শক্তি৷”

কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তে দেশের কৃষকদের না খেতে পেয়ে মরার মতো অবস্থা হয়েছে বলে বারবার অভিযোগ তুলেছে বিরোধীরা৷ এদিন কৃষিপ্রধান উত্তরপ্রদেশে ভোটের প্রচারে গিয়ে তাই মোদি বার্তা, কেন্দ্র কৃষকদের পাশেই রয়েছে৷ তিনি এদিন বলেন, “আখচাষিদের মরতে দেয়নি কেন্দ্র৷” পাশাপাশি, এদিনও মোবাইল ফোনকে লেনদেনের অন্যতম মাধ্যম হিসাবে ব্যবহারে উৎসাহ দেন মোদি৷ বলেন, “মোবাইল ফোন রিচার্জ করাটা কত সহজ হয়ে গিয়েছে এখন!

এখন ততটাই সহজে লেনদেন করতে পারবেন৷ এটা ততটাই সহজ যতটা সহজ কারও ফোনে ছবি পাঠানো৷ আপনার মোবাইল ফোনই আপনার ব্যাঙ্কের শাখা হিসাবে ব্যবহার করুন৷”দেশের অর্ধেকেরও বেশি মানুষ এখন অনলাইনে রেলের টিকিট কাটেন বলেও এদিন উল্লেখ করেন মোদি৷ বিনা নোটে লেনদেন করলে কালো টাকার কারবারিদের ধরা আরও সহজ হবে, আশা প্রধানমন্ত্রীর৷

তিনি বলেন, “যাঁরা মোবাইলে ততটা সড়গড় নন, তাঁদের পাশে শিক্ষিত যুবকদের দাঁড়াতে হবে৷ ডিজিটাল লেনদেনে বিশেষ গুরুত্ব আরোপ করলে ভবিষ্যতে কালো টাকা ও দুর্নীতি দেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না৷” পাশাপাশি, দুর্নীতি বন্ধ হওয়া দরকার, না ভারত বনধ হওয়া দরকার, সেটা সাধারণ মানুষকেই বেছে নিতে বলেন মোদি৷

দেশবাসীর কাছ থেকে তিনি যে ৫০ দিন সময় চেয়েছিলেন, সেই সময়সীমার এখনও ৩০ দিন বাকি রয়েছে৷ ওই ৩০ দিনে কালো টাকার সমস্ত উৎসকে নির্মূল করে স্বচ্ছ দেশ উপহার দিতে তিনি মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷বিজেপি সরকার ক্ষমতায় এসে কৃষকদের জন্য ইউরিয়া সারের জোগান নিশ্চিত করেছে বলে দাবি করেন মোদি৷ তিনি বলেন, “হাড় কাঁপানো ঠান্ডায় কৃষকদের ইউরিয়া কেনার লাইনে দাঁড়াতে হত৷ কিন্তু এতদিন কেউ সেদিকে নজর দেয়নি৷

আমরাই কৃষকদের জন্য কম দামে ইউরিয়ার জোগান নিশ্চিত করেছি৷ হেলথ কার্ডের বন্দোবস্ত করেছি৷ এখন সব ইউরিয়াই কৃষকদের জমিতে যায়৷ আমরা চুরি রুখতে পেরেছি৷” আখচাষিদের বকেয়া ২০ হাজার কোটি টাকার বেশিরভাগটাই কেন্দ্র মকুব করে দিয়েছে বলেও এদিন জানিয়েছেন তিনি৷

নগদহীন ব্যবসা পরিচালনার পথে গোটা বিশ্ব হাঁটতে শুরু করেছে৷ এখন ভারতও পিছিয়ে থাকবে না বলে এদিনের সভা থেকে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী৷নগদহীন লেনদেনের জন্য কেন্দ্রের একটি বিজ্ঞাপন উত্তরপ্রদেশের সব দোকানের সামনে লাগাতে বিজেপি কর্মীদের লাগাতে অনুরোধ করেছেন মোদি৷ -সংবাদপ্রতিদিন
২৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/টি.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে