রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬, ০৪:৫৮:৩০

ভারতের জেল থেকে পালিয়ে গেছে এক সন্ত্রাসীসহ ৫ জন

ভারতের জেল থেকে পালিয়ে গেছে এক সন্ত্রাসীসহ ৫ জন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাব প্রদেশের নাভা কেন্দ্রীয় কারাগারে হামলা করে খালিস্তান লিবারেশন ফোর্স বা কেএলএফ -এর প্রধানসহ পাঁচ বন্দীকে নিয়ে পালিয়ে গেছে সশস্ত্র একটি দল।

পুলিশ বলছে, রোববার ভোরের দিকে পুলিশের পোশাকধারী একদল লোক ওই কারাগারে হামলা চালায়।
অনেক নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই হামলাকারীরা গোলাগুলি শুরু করে। এতে জেলের নিরাপত্তা অনেকটা নিয়ন্ত্রন এর বাহিরে চলে যায়।
"জেলের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলে তারা এবং সেখানে বন্দী একজন অন্যতম সন্ত্রাসীসহ পাঁচ আসামী পালিয়ে যেতে সক্ষম হয়। পাঁচজন পালিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন নাভা কেন্দ্রীয় কারাগারের পুলিশ।

কারাগার থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসী হারমিন্দর মিন্টু ছাড়াও অন্যরা হলেন- ভিকি গোন্দারর, গুরপ্রিত সেখন, নিতা দেওল এবং বিক্রমজিত।
২০১৪ সালের নভেম্বর মাসে দিল্লি বিমানবন্দর সন্ত্রাসী হারমিন্দর মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছিল। সন্ত্রাসী কর্মকাণ্ডের দশটি মামলায় অভিযুক্ত হয়েছিলেন তিনি।

নাভা কারাগারে হামলায় এই পাঁচ বন্দী পালিয়ে যাবার ঘটনায় সেখানে কর্মরত পুলিশ অফিসারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও কারাগারের সুপার ও ডেপুটি সুপারকে বরখাস্ত করা হয়েছে।-বিবিসি
২৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/টি.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে