রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬, ০৯:৩১:৪০

তুরস্ক থেকেও অত্যাধুনিক রণতরী কিনছে পাকিস্তান

তুরস্ক থেকেও অত্যাধুনিক রণতরী কিনছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উদ্বেগ বাড়িয়ে পাকিস্তান নৌবাহিনীর জন্যে আরো দ্রুতগতির রণতরী কেনার কথা ভাবছে দেশটির সরকার। গোয়েদার বন্দরের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ স্কোয়াড্রনের জন্য এই সমস্ত অত্যাধুনিক যুদ্ধজাহাজ চীন ও তুরস্ক থেকে কেনার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করে নওয়াজ শরিফ সরকার। পাকিস্তানের বন্দর নগরী করাচিতে প্রতিরক্ষা মেলা ‘আইডিয়াস ২০১৬’র মাঝে এমনটাই জানিয়েছেন পাক নৌবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

চার থেকে ছয়টি যুদ্ধ জাহাজ নিয়ে একটি স্কোয়াড্রন গঠন করা হবে বলেও জানান তিনি।অন্যদিকে, বর্তমানে গোয়েদার বন্দরের নিরাপত্তায় দু’টি পাক নৌ বাহিনীর রণতরী মোতায়েন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই বন্দর চালু হওয়ায় পাকিস্তান নৌবাহিনীর ভূমিকা বেড়েছে। দ্রুতগতির রণতরী অবিলম্বে প্রয়োজন হয়ে উঠেছে বিবেচনায় নিয়েই নতুন যুদ্ধজাহাজ দ্রুত কেনা হবে।

পাশাপাশি, শুধু পাকিস্তানই নয়, চীন এবং পাকিস্তানের তৈরি এই বন্দর করিডরের নিরাপত্তার দায়িত্বে থাকবে দুটি চীনা নৌ বাহিনীর নৌবহর। দেশের বাইরে এটাই প্রথম সামরিক ঘাঁটি হিসাবে চীন গড়ে তুলবে বলে মনে করছে। যা নিয়ে রীতিমত চিন্তিত ভারত ও আমেরিকা।
কারণ, চীন পাকাপাকিভাবে এই বন্দরে ঘাঁটি গাড়লে সাগরে অবাধ যাতায়াত হয়ে যাবে চীনের। সেখানে দাঁড়িয়ে চীনের এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ।-নয়াদিগন্ত
২৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/টি.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে