রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬, ১১:০৫:২৬

এবার আইএস জঙ্গিদের ওপর ইসরাইলি সেনার হামলা

এবার আইএস জঙ্গিদের ওপর ইসরাইলি সেনার হামলা

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো ইসরাইলি সেনাদের সঙ্গে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর জঙ্গিরা যুদ্ধে জড়িয়েছে। এতে চার আইএস জঙ্গি নিহত হয়েছে। আজ রোববার সকালে ইসরাইল দখলকৃত সিরিয়ার গোলানে এ লড়াইয়ের ঘটনা ঘটে। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকে'র।

ইসরাইলি সেনা মুখপাত্র লে কর্নেল পিটার লেরনার বলেন, গোলান হেইটসে সেনাদের একটি টহল দল মেশিনগান এবং মর্টার হামলার শিকার হয়। এসময় হামলাকারীদের ওপর পাল্টা গুলিবর্ষণ করে সেনারা। একপর্যায়ে মেশিনগানবাহী একটি গাড়ি লক্ষ্য করে যুদ্ধবিমান হামলা চালায়। এতে ওই গাড়ির যাত্রীরা নিহত হয়।

নিহতরা সবাই আইএসের শাখা 'শুহাদা আল-ইয়ারমুক'র সদস্য বলে ধারণা করা হচ্ছে। এই সংগঠনটি গোলান হেইটসের পার্শ্ববর্তী ওই এলাকা নিয়ন্ত্রণ করছে। এই সংঘর্ষের ঘটনায় ইসরাইলি সেনাবাহিনীর গোলান ব্রিগেডের কোনো সদস্য হতাহত হয়নি বলে জানান সেনা মুখপাত্র পিটার লেরনার।

১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে সিরিয়ার গোলান হেইটসের ১২০০ বর্গ কিলোমিটার দখল করে নেয় ইসরাইল। পরবর্তীতে ইসরাইল সেখানে বসতিস্থাপন শুরু করলেও বিশ্ব সম্প্রদায় এখনো এর স্বীকৃতি দেয়নি।

২৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে