সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ০৩:১৭:৫১

যুক্তরাষ্ট্রে মুসলিম হত্যার হুমকি দিয়ে মসজিদে মসজিদে উড়ো চিঠি!

যুক্তরাষ্ট্রে মুসলিম হত্যার হুমকি দিয়ে মসজিদে মসজিদে উড়ো চিঠি!

সাবেদ সাথী, নিউ ইয়র্ক থেকে:  যুক্তরাষ্ট্রের মসজিদে  মসজিদে গিয়ে মুসলিম হত্যার হুমকি সংক্রান্ত  উড়ো চিঠি পেয়েছেন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন মসজিদে কমিটির লোকজন। ভয়ে আতঙ্কিত ওই এলাকার মুসিলিম সম্প্রদায়। ইসলাম ধর্মের অনুসারীদের রক্ষায় আরও বেশি সংখ্যক পুলিশ মোতায়নের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মানবাধিকার গোষ্ঠী। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মুসলিম নির্মূলের হুমকি দিয়ে পাঠানো চিঠির সংখ্যা বেড়েছে।

দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) জানিয়েছে, একই রকম হুমকি দিয়ে গত সপ্তাহে হাতে লেখা ও কিছু কিছু ক্ষেত্রে ফটোকপি করা চিঠি পাঠানো হয়েছে ইসলামিক সেন্টার অফ লং বিচ, ইসলামিক সেন্টার অফ ক্লারমাউন্ট ও স্যান জোসের ইভারগ্রিন ইসলামিক সেন্টারে।

লস অ্যাঞ্জেলস টাইমস-এর খবরে প্রকাশ, লস অ্যাঞ্জেলসের মসজিদগুলো বুধবার এবং স্যান জোসের মসজিদগুলো বৃহস্পতিবার ওই সব চিঠি পেয়েছে। চিঠিগুলোতে মুসলিমদের 'শয়তানের বাচ্চা' বলে সম্বোধন করা হয়েছে এবং চিঠির শেষে প্রেরকের স্বাক্ষরে লিখা হয়েছে 'আমেরিকান ফর অ্যা বেটার ওয়ে'।

চিঠিতে লেখা হয়েছে, 'শহরে এসেছে নতুন শেরিফ, ডোনাল্ড ট্রাম্প। যিনি আমেরিকার ময়লা-আবর্জনা পরিষ্কার করে পুরনো গৌরব ফিরিয়ে আনতে চাইছেন। আর এই কাজের শুরুটা হচ্ছে মুসলিমদের দিয়ে। হিটলার ইহুদীদের সাথে যা করেছিলো তিনি (ট্রাম্প) মুসলিমদের সাথে তা করতে যাচ্ছেন।' এ সংক্রান্ত  উড়ো চিঠি পেয়ে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন মসজিদসহ ওই এলাকার মুসলিম সম্প্রদায়ের লোকজন ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। ইতিমধ্যে এ ঘটনাটি তদন্তের কাজ শুরু করেছে এফবিআই।-কালের কন্ঠ

২৮ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে