আন্তর্জাতিক ডেস্ক : ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কয়েক লাখ মানুষ অবৈধভাবে ভোট দিয়েছেন। এসব ভোট বাদ দেওয়া হলেও পপুলার ভোটে জয়ী হতেন তিনি -এমন বিস্ফোরক মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।
প্রেসিডেন্ট নির্বাচনে ২৭০টি ইলেক্টোরাল ভোটে জয়ী হয়ে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। তবে অবৈধভাবে ভোট দেয়ার বিষয়ে নিজের এই মনগড়া বক্তব্যের কোনো প্রমাণ দিতে পারেননি তিনি।
উইসকনসিন অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটনের প্রচারণা শিবির ভোট পুনঃগণনায় গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনকে সমর্থন করার পরই ট্রাম্প এমন মন্তব্য করলেন।
পপুলার ভোটে ট্রাম্পের চেয়ে ২০ লাখেরও বেশি ভোট পেয়েও নির্বাচনে হেরে গেছেন হিলারি ক্লিনটন। কারণ মার্কিন নির্বাচনের পদ্ধতি অনুযায়ী ইলেক্টোরাল ভোটে জয়ী হলেই একজন প্রার্থী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
২৮ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম