সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ১০:৩৬:১৩

হঠাৎ ভূমিকম্প, কেঁপে উঠল নেপাল

হঠাৎ ভূমিকম্প, কেঁপে উঠল নেপাল

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ৫ দশমিক ৫ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার স্থানীয় সময় ৫টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো দেশটির রাজধানী কাঠমাণ্ডু থেকে ১৩১ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে। এর গভীরতা ছিলো ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার।

রাজধানী কাঠমান্ডু ছাড়াও দেশটির আরো কয়েকটি স্থানে এ ভূ-কম্পন অনুভূত হয়। -টাইমস অব ইন্ডিয়া।
২৮ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে