সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ১১:২৩:২৩

দ. কোরিয়ায় মায়ানমারের দূতাবাস ঘেরাও করল বাংলাদেশীসহ কয়েক হাজার মুসলমানরা

দ. কোরিয়ায় মায়ানমারের দূতাবাস ঘেরাও করল বাংলাদেশীসহ কয়েক হাজার মুসলমানরা

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গাদের হত্যা ও নারীদের বিভিন্নভাবে নির্যাতনের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার সিউলে মায়ানমারের দূতাবাস ঘেরাও এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে দেশটির মুসলিম কমিউনিটি। মানববন্ধন এবং দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বাংলাদেশীসহ অন্যান্য দেশের কয়েক হাজার মুসলমান অংশগ্রহণ করেছেন।

সিউলের স্থানীয় সরকারের অনুমতিক্রমে মুসলিম কমিউনিটি রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মায়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করে।

মানবন্ধনে মুসলিম কমিউনিটির নেতা আবু বকর সিদ্দিক বলেন, মায়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের ওপর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম নির্যাতন চালাচ্ছে। স্ত্রী সন্তানের সামনে স্বামীকে নির্যাতন করছে। স্বামীর সামনে স্ত্রীকে (----) করা হচ্ছে। রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও (----) বন্ধ করতে হবে। রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে।

এ সময় দক্ষিণ কোরিয়ার মুসলিম কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
২৮ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে