মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬, ০৫:৫০:২৯

বিদায় বেলায়ও ভারতকে পাক সেনা প্রধানের হুঁশিয়ারি

বিদায় বেলায়ও ভারতকে পাক সেনা প্রধানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বিদায়ী সেনা প্রধান জেনারেল রাহিল শরিফ মঙ্গলবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গোলযোগপূর্ণ কাশ্মীরে চলমান উত্তেজনা পরিস্থিতি নিয়ে তার দেশের ‘সংযত’ অবস্থানকে দুর্বলতা ভাবলে তা ভারতের জন্য বিপজ্জনক হবে।

নতুন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার কাছে ক্ষমতা হস্তান্তর উপলক্ষে রাজধানীর কাছাকাছি রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরের একটি স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শরিফ বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সাম্প্রতিক মাসগুলোতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে রাষ্ট্রীয় সন্ত্রাস বাড়ছে এবং ভারতের আগ্রাসী পদক্ষেপে এ অঞ্চলের শান্তি ঝুঁকির মধ্যে পড়েছে।’

তিনি বলেন, ‘আমি ভারতকে স্পষ্ট করে বলতে চাই, আমাদের সংযত নীতিকে দুবর্লতা ভাবলে তা ভারতের জন্য বিপজ্জনক হবে।’

তিনি আরো বলেন, ‘কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি ও অগ্রগতি অসম্ভব এবং এটাই বাস্তবতা। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ নজর খুবই প্রয়োজন।’

অনুষ্ঠানে বিদায়ী সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ মালাকার বেত দিয়ে তৈরি ছড়ি 'ব্যাটন অব কমান্ড' নতুন সেনা প্রধান জেনারেল বাজওয়ার হাতে তুলে দেন। এর মধ্য দিয়ে সেনাপ্রধানের দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
২৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে