আন্তর্জাতিক ডেস্ক: হুগলির কোন্নগরে বোমাবাজির ঘটনায় জখম তিন তৃণমূল কর্মী। রাতে ক্রাইপার রোডের ধারে একটি রকে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলেন কাঠ ব্যবসায়ী রাজীব ঘোষাল। সেই সময় বাইকে চেপে হাজির হন তিন যুবক। রকে বসে থাকা ৩ জনকে লক্ষ্য করে বোমা ছুড়ে উধাও হয় তারা।
রক্তাক্ত অবস্থায় রাজীব ওরফে কাঠ বাবু সহ কমল সামন্ত এবং বাপ্পা নামে ৩ তৃণমূল কর্মীকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। খবর পেয়ে তাঁদের দেখতে যান তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল এবং উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব। রাতে বাপ্পাকে কলকাতায় স্থানান্তর করা হয়। পুরনো শত্রুতার জেরেই এই হামলা বলে অনুমান পুলিসের।-জিনিউজ
০৭ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস