বুধবার, ০৭ ডিসেম্বর, ২০১৬, ১১:২৬:৪৩

আফগান সামরিক বাহিনীতে মেয়েদের অংশগ্রহন বাড়ছে

আফগান সামরিক বাহিনীতে মেয়েদের অংশগ্রহন বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে মেয়েদের অনেক প্রতিবন্ধকতা ছিল তালিবানি জঙ্গিদের ফতেয়ার জন্য। দীর্ঘ ১৬ বছর জঙ্গি ফতয়ার বিরুদ্ধে লড়াই করার পর আফগান মহিলারা সামাজিক ভাবে অনেক স্বাধীন। এখন অনেক আফগান মহিলাদের সাংসদে যোগদান থেকে সরকারি অফিস ও অসামরিক বাহিনীতে নিজেদের যোগদান শুরু করেছে।

পাশাপাশি আফগান সরকারও মহিলাদের সামরিক বাহিনীতে যোগদানে জোড় দিচ্ছে। কাপ্টেন সোফিয়া ফিরোজি আফগানিস্থান এয়ার ফোর্সের দ্বিতীয় মহিলা পাইলট। তার ছোট বেলা কেটেছিল পাকিস্তানের শরণার্থী শিবিরে। ২৬ বছরের ফিরোজি দেশের এয়ার ফোর্সে থেকে তালিবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।

সোফিয়া ফিরোজি জানান, ‘‌আমি মহিলা হিসাবে গর্বিত আমার গায়ে দেশের সামরিক পোশাক রয়েছে। সি-‌২০৮ টার্বোপ্রপ যুদ্ধ বিমান চালাই।’‌ তার দাবি আমাকে দেখে আরো অনেক মহিলা উৎসাহ পাবে সামরিক বাহিনীতে আসতে। ২০১৫ সালে পাইলটের জন্য ১২জন আফগান মহিলা আবেদন করে ছিল।

কিন্তু একমাত্র ফিরোজি যোগ্যতামান পেরতে পেরে ছিল। আফগানিস্তান এয়ার ফোর্সের প্রথম মহিলা পাইলট হলেন কাপ্টেন নীলুফার রাহামনি। তাকে এখন আমেরিকায় সি-‌১৩০ যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ পাঠিয়েছে আফগান সরকার।‌‌ আজকাল
৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে