বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর, ২০১৬, ০৯:৫৩:৪৩

আটক ১৪০০ পর্যটক, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আটক ১৪০০ পর্যটক, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : আচমকা প্রতিকূল আবহাওয়ার কারণে ভারতের হ্যাভলকে আটকে পড়েছেন প্রায় ১৪০০ পর্যটক। ওই রাজ্য সরকার এরাজ্যের পর্যটকদের সংখ্যা এখনও নিশ্চিত করে বলতে না পারলেও মনে করা হচ্ছে, সংখ্যাটা ৬০০’র বেশি। বুধবার সকালে দুর্যোগের খবর জেনে রাজ্যের তরফে তৎপরতা শুরু হয়।

আবহাওয়া অনুকূল হলেই আন্দামানের হ্যাভলক দ্বীপ থেকে পর্যটকদের ফেরানোর ব্যবস্থা করবে রাজ্য প্রশাসন।

আচমকা প্রতিকূল আবহাওয়ার কারণে হ্যাভলকে আটকে পড়েছেন প্রায় ১৪০০ পর্যটক। রাজ্য সরকার এরাজ্যের পর্যটকদের সংখ্যা এখনও নিশ্চিত করে বলতে না পারলেও মনে করা হচ্ছে, সংখ্যাটা ৬০০’র বেশি। বুধবার সকালে দুর্যোগের খবর জেনে রাজ্যের তরফে তৎপরতা শুরু হয়। আন্দামান এবং হ্যাভলকের স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে পর্যটন দফতর। কথা বলেছেন রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের সচিবও। দিল্লিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গেও কথা হয়েছে।

প্রাথমিকভাবে স্থির হয়েছে, আবহাওয়া কিছুটা অনুকূল হলেই পর্যটকদের পোর্ট ব্লেয়ারে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তাঁদের ফিরিয়ে আনা হবে বিমানে। পর্যটনমন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, পর্যটকেরা সুরক্ষিতই রয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করা হবে।

তুমুল বৃষ্টি এবং ঝড়ের কারণে হ্যাভলকে বিপর্যস্ত হয়ে পড়েছে মোবাইল পরিষেবা। ফলে, সেখানে আটক পর্যটকদের সঙ্গে যোগাযোগ করতে অসুবিধা হচ্ছে। জানা গিয়েছে, পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে একটি নিম্নচাপের ফলেই আবহাওয়ার এই অবনতি। দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টা পরে আন্দামানে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়।

উদ্ধারের জন্য পাঠানো নৌবাহিনীর জাহাজও নির্দিষ্ট এলাকায় পৌঁছতে সমস্যায় পড়েছে। এদিন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান বলেন, ‘‘মুখ্যমন্ত্রী পরিস্থিতির উপরে নজর রাখছেন। প্রশাসনিক কর্তারাও যোগাযোগ রাখছেন। পোর্ট ব্লেয়ারে আনতে পারলে যাঁদের বিমানের টিকিট রয়েছে, তাঁদের আগে ফিরিয়ে আনা হবে। যাঁদের টিকিট নেই, পরবর্তী পর্যায়ে তাঁদের ফেরানোর কাজ করবে সরকার।’’

এদিনই আন্দামানের মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়।  হ্যাভলকে আটকে পড়া পর্যটকদের জন্য নবান্নে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। -এবেলা।
০৮ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে