বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর, ২০১৬, ১২:১৭:৫৫

সৌদি আরবের বিরুদ্ধে ‘ধর্মের অপব্যবহার করে ছায়াযুদ্ধের’ অভিযোগ বরিসের

সৌদি আরবের বিরুদ্ধে ‘ধর্মের অপব্যবহার করে ছায়াযুদ্ধের’ অভিযোগ বরিসের

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন রাজনৈতিক স্বার্থে ইসলামের অপব্যবহার করে মধ্যপ্রাচ্যে ‘ছায়াযুদ্ধ’ চালানোর অভিযোগ করেছেন সৌদি আরবের বিরুদ্ধে।

ব্রিটিশ সংবাদমাসধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত রোম সম্মেলনের এক ভিডিও ফুটেজে তিনি এসব কথা বলেন।

গত সপ্তাহে রোম সম্মেলনে বরিস বলেন, দীর্ঘদিনের মিত্র সৌদি আরবকে তার সীমান্ত নিরাপদ রাখার প্রয়াসে ব্রিটেন সহযোগিতা করে এসেছে। কিন্তু মধ্যপ্রাচ্যে শক্তিশালী নেতৃত্ব না থাকায় সৌদি আরব এবং ইরান একে-অপরের বিরুদ্ধে ‘ছায়াযুদ্ধ’ চালাচ্ছে।

বরিসের অভিযোগ, ‘সেখানে(মধ্যপ্রাচ্য) রাজনীতিকরা নিজেদের রাজনৈতিক স্বার্থে একই ধর্মকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে তার অপব্যবহার করছে।’

তিনি আরও বলেন, ‘এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় রাজনৈতিক সমস্যা। এজন্যই সেখানে ছায়াযুদ্ধ চলছে। আর আমার জন্য এটা খুবই দুঃখজনক যে, এসব দেশে তেমন শক্তিশালী কোনও নেতৃত্ব নেই।’

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেখানে (মধ্যপ্রাচ্য) এমন নেতৃত্ব নেই, যিনি সুন্নি বা শিয়া সম্প্রদায়ের বাইরে এসে সমগ্র জনগণকে নেতৃত্ব দেবেন। এজন্যই আমরা সৌদি আরব, ইরান এবং অন্যদের এক ছায়াযুদ্ধে জড়িয়ে পড়তে দেখছি।’-বিবিসি।
৮ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে