শুক্রবার, ০৯ ডিসেম্বর, ২০১৬, ০৪:৩৯:৩৫

৫০ হাজার আইএস জঙ্গি নিহত!

৫০ হাজার আইএস জঙ্গি নিহত!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নেতৃত্বাধীন জোট ২০১৪ সালের শেষ দিকে ইরাক ও সিরিয়ায় অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত তাদের হাতে অন্তত ৫০ হাজার ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি নিহত হয়েছে।

২০১৪ সালের আগস্ট থেকে আইএস বিরোধী জোটের সদস্যরা বিমান ও ড্রোন ব্যবহার করে ইরাক ও সিরিয়ায় জিহাদিদের বিরুদ্ধে প্রায় ১৬ হাজার হামলা করেছে। হামলার দুই-তৃতীয়াংশ চালানো হয়েছে কেবল ইরাকেই।

জোট বাহিনী আইএসের বিরুদ্ধে যুদ্ধরত স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ইরাক ও সিরিয়ায় কমপক্ষে ৫০ হাজার আইএস যোদ্ধা নিহত হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, বেসামরিক প্রাণহানি এড়াতে বিমান হামলা খুবই কার্যকর। তিনি বলেন, বিমান অভিযানে কেবল ১৭৩ বেসামরিক মানুষ নিহত হয়েছে। তবে সমালোচকদের মতে এ সংখ্যা আরো অনেক বেশি।

জোটের মুখপাত্র কর্নেল জন ডোরিয়ান এর আগে বলেন, ইরাকের মসুলে কট্টর ও উগ্রপন্থী যোদ্ধারা নিহত হওয়ায় আইএস এখন কিশোরদের তাদের দলে ভেড়াচ্ছে।

তিনি বলেন, জিহাদিদের আত্মঘাতি গাড়ি বোমা হামলার রসদ ফুরিয়ে গেছে বলে মনে হচ্ছে এবং মসুলে কয়েকশ’ যোদ্ধা নিহত হয়েছে।

তিনি বলেন, এর অর্থ এই নয় যে এখন আর সেখানে ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতি নেই। জিহাদিরা এখনই থেমে হয়ে যাচ্ছে না। তবে তাদের শক্তি নিঃশেষ হয়ে আসছে।
৯ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে