শুক্রবার, ০৯ ডিসেম্বর, ২০১৬, ০৬:৪১:৩০

ভারতের সাবেক বিমান বাহিনী প্রধান গ্রেফতার

ভারতের সাবেক বিমান বাহিনী প্রধান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে হেলিকপ্টার কেনায় চাঞ্চল্যকর দুর্নীতি মামলায় দেশটির বিমান বাহিনীর সাবেক প্রধান এস. পি ত্যাগিকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভির।

বিগত কংগ্রেস সরকারের আমলের ইতালির বিমান প্রতিরক্ষা কোম্পানি ফিনমেকানিকার কাছ থেকে ৩৬০০ কোটি রুপি মূল্যের ১২টি হেলিকপ্টার কেনার ক্ষেত্রে ৩৬০ কোটি রুপি ঘুষ গ্রহণ করা হয়েছে বলে এর আগে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।

ভারতের বিমান বাহিনীর সাবেক প্রধান এস. পি ত্যাগির তিন জ্ঞাতিভাইসহ ১১ ব্যক্তি এবং চারটি কোম্পানি জড়িত বলে সেদেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই'র প্রাথমিক তদন্তে ধরা পড়েছে।

এস. পি ত্যাগি ২০০৭ সালে বিমান বাহিনী থেকে পদত্যাগ করেন। এর আগেও একাধকবার দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। "এই প্রথমবারের মত একজন সাবেক বিমান প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা দ্বারা গ্রেফতার করা হয়েছে," সরকারি সূত্রে জানা গেছে।

৯ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে