আন্তর্জাতিক ডেস্ক : গত ২৩ ডিসেম্বর ইউটিউবে ভিডিওটি আপলোড করার পর সামাজিক মাধ্যমগুলোতে সেটি ভাইরাল হয়ে যায়৷ টুইটারে অনেকেই ভিডিওটি শেয়ার করছেন৷ এই মিউজিক ভিডিওতে ঐ নারীদের এমন সব কাজ করতে দেখা গেছে যেগুলো সে দেশে নারীদের করা নিষেধ৷ নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাতেই ভিডিওটি তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷
ভিডিওটি শুরু হয় নিকাব পরা কয়েক নারীর একটি গাড়িতে বসার মধ্য দিয়ে৷ এরপর দেখা যায় চালকের আসনে এসে বসছে এক কিশোর৷ এর মাধ্যমে সৌদি আরবে প্রচলিত একটি আইনের প্রতিবাদ জানানো হয়েছে৷ এই আইনের কারণে সে দেশের মেয়েরা গাড়ি চালাতে পারেন না৷ এছাড়া নারীরা বাইরে বের হলে তাদের সঙ্গে পরিবারের অন্তত একজন পুরুষ সদস্য রাখা বাধ্যতামূলক৷
ভিডিওতে সৌদি নারীদের নিকাব পরে স্কেটবোর্ডিং ও বাস্কেটবল খেলতেও দেখা গেছে৷ সেই সময় পুরুষরা তাদের সেসব করতে নিষেধ করলেও তারা শোনেননি৷ সৌদি আরবে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেন মানাল আল-শরিফ৷ তিনি ভিডিওটি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘সৌদি পরিচালক মাজেদ আলেসা এই মজার কিন্তু ক্লেভার ভিডিওর মাধ্যমে স্টেরিওটাইপ ধারণা ভাঙছেন৷'
আল অ্যারাবিয়া চ্যানেলের ইংরেজি ভাষার ওয়েবসাইটের কলামনিস্ট মারিয়া ডুবভিকোভা ভিডিওটি শেয়ার করে সৌদি আরবের তরুণ প্রজন্মের কাজের প্রশংসা করেছেন৷ ভিডিওটি ইতিমধ্যেই ইতিবাচক-নেতিবাচক মন্তব্য শুরু হয়েছে।
০৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস