আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের ওপর আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর চূড়ান্ত রায়ের জন্য আপিল আদালতে পক্ষে-বিপক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করা হবে মঙ্গলবার।
উল্লেখ্য, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর গত ২৭ জানুয়ারি সাত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ – সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সুদান, ইয়েমেন ও সোমালিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশ দেন। পরে ওই নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দেন সিয়াটলের ফেডারেল বিচারপতি জেমস রবার্ট, যা পুরো দেশের জন্য কার্যকর হয়। এই স্থগিতাদেশের বিরুদ্ধে ট্রাম্পের প্রশাসন আপিল করলেও তা খারিজ করে দেন মার্কিন আপিল আদালত। রবিবার ওই আদালতেই মামলা করেছে সিলিকন ভ্যালির প্রায় ১০০টি কোম্পানি।
আপিল আদালত ওই শুনানি টেলিফোনেই সম্পন্ন হবে বলে জানা গেছে। বিচার বিভাগের আইনজীবীদের তাদের লিখিত বক্তব্য পড়ে শোনাতে বলা হয়েছে। শুনানিতে পক্ষ-বিপক্ষ উভয়ের জন্যই ৩০ মিনিট করে বরাদ্দ রাখা হয়েছে। শুনানি শুরু হলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।
ট্রাম্পের ওই মুসলিম নিষেধাজ্ঞা এখন নির্ভর করছে নাইনথ সার্কিট আপিল আদালতের তিন বিচারপতির সিদ্ধান্তের ওপর। তারা হলেন – সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের নিয়োগ দেওয়া উইলিয়াম সি. ক্যানবি জুনিয়র, জর্জ ডব্লিউ. বুশের নিয়োগ করা রিচার্ড ক্লিফটন এবং মিশেল টারিন ফ্রায়েডল্যান্ড, যাকে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
সোমবার ১০ জন সাবেক পদস্থ মার্কিন কূটনীতিক ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তা, প্রায় ১০০ তথ্য-প্রযুক্তি কোম্পানি, ২৮০ জনেরও বেশি আইনের প্রফেসর, ১৬ জন অ্যাটর্নি জেনারেল ট্রাম্পের ওই মুসলিম নিষেধাজ্ঞা স্থগিতাদেশের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন। -দ্য ওয়াশিংটন পোস্ট।
০৭ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম