পাকিস্তানকে ৮টি এফ-১৬ জঙ্গিবিমান দিচ্ছে আমেরিকা
আন্তর্জাতি ডেস্ক : পাকিস্তান নিজের পরমাণু অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করছে বলে খবর প্রকাশিত হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তনের সাথে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবার পাকিস্তানের কাছে আটটি এফ-১৬ জঙ্গিবিমান বিক্রি করবে। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন বলা হয়েছে, কয়েকদিন আগে পাকিস্তানের কাছে এই জঙ্গিবিমান বিক্রির পরিকল্পনার কথা মার্কিন কংগ্রেসকে জানানো হয়। যেকোনো দেশের কাছে এফ-১৬ জঙ্গিবিমান বিক্রির ব্যাপারে হোয়াইট হাউজকে কংগ্রেসের অনুমোদন নিতে হয়।
খবরে বলাহয়, বৃহস্পতিবার শীর্ষস্থানীয় মার্কিন দৈনিক ‘নিউ ইয়র্ক টাইমস’ এ খবর জানিয়েছে। এমন এক দিনে এ খবর প্রকাশিত হল যখন হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। চারদিনের যুক্তরাষ্ট্র সফরে মঙ্গলবার ওয়াশিংটন পৌঁছেছেন তিনি।
কয়েক দিন আগে ইসলামাবাদের কাছে ওই জঙ্গিবিমান বিক্রির প্রস্তাবটি মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে ওবামা প্রশাসন। তবে পধানমন্ত্রী নওয়াজ শরিফের যুক্তরাষ্ট্র সফরের সময়ই হোয়াইট হাউস এ সংক্রান্ত ঘোষণা দেবে কিনা সে বিষয়টি নিশ্চিত করেনি নিউইয়র্ক টাইমস পত্রিকাটি। পাকিস্তানের কাছে ফ্রান্স ও চীনে নির্মিত ৭০টির বেশি এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে।
এদিকে ওবামা প্রশাসন পাকিস্তানকে অত্যাধুনিক জঙ্গিবিমান সরবরাহ করতে চাইলেও কংগ্রেস এ পরিকল্পনা আটকে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ কংগ্রেসের অনেকে মনে করেন, পাকিস্তান এসব জঙ্গিবিমানকে সন্ত্রাস বিরোধী হামলায় যতটা না ব্যবহার করবে তার চেয়ে বেশি ব্যবহার করবে ভারতের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো যুদ্ধে।
বৃহস্পতিবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বৈঠক হওয়ার কথা রয়েছে। সাক্ষাতে তালেবান বিরোধী যুদ্ধ, পরমাণু অস্ত্রের নিরাপত্তাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দুই নেতা আলাপ করবেন বলে কথা রয়েছে।
গত এপ্রিল মাসে পাকিস্তান সরকারের অনুরোধে দেশটির কাছে কয়েক শ কোটি ডলারের সামরিক সরঞ্জামাদি সরবরাহের বিষয়টি অনুমোদন করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। মার্কিন পররাষ্ট্র নীতি নির্ধারকরা বরাবরই পাকিস্তানকে সে দেশের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ মনে করে থাকে। এর আগে গত মে মাসে পাকিস্তানকে ১৪টি কমবেট বিমান, ৫৯টি প্রশিক্ষণ বিমান এবং ৩৭৪টি সাঁজোয়া যান সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র।
ন্যাটোভুক্ত জোটের বাইরে এ অঞ্চলের যে দেশগুলোকে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে পাকিস্তান তাদের অন্যতম। ২০১১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আল কায়দা হামলা এবং আফগানিস্তানে মার্কিন অভিযান শুরু হওয়ার পর থেকে মার্কিন প্রশাসনের কাছে দেশটির গুরুত্ব আরো বেড়েছে।
২২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�