মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১০:১২:০৮

জামানত ছাড়াই সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ

জামানত ছাড়াই সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ

স্বপ্নের বিয়ে মানেই বিশাল খরচের চাপ। অনেক তরুণ-তরুণীর কাছেই এটি বড় এক দুশ্চিন্তার বিষয়। তবে সুখবর হলো—দেশের বেশ কিছু ব্যাংক এখন বিয়ের জন্য বিশেষ ঋণ সুবিধা দিচ্ছে। এই ঋণ ব্যক্তিগত লোনের আওতায় পাওয়া যাচ্ছে, যা জামানত ছাড়াই সহজ শর্তে দেওয়া হচ্ছে।

বিয়ের খরচ নির্বিঘ্নে সম্পন্ন করতে এই ঋণ হতে পারে আপনার সেরা ভরসা। আসুন জেনে নেই এই বিয়ের ঋণ কারা নিতে পারবেন, কত টাকা পর্যন্ত মিলবে, এবং কীভাবে আবেদন করবেন।

কত টাকা ঋণ মিলবে বিয়ের জন্য?
বিয়ের জন্য ব্যাংক থেকে সর্বনিম্ন ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায়। মাসিক কিস্তিতে ঋণ পরিশোধের সুবিধা রয়েছে এবং মেয়াদ সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত হতে পারে। তবে কিস্তির সংখ্যা বাড়লে সুদের হারও বেড়ে যেতে পারে।

কোন কোন ব্যাংক দিচ্ছে বিয়ের জন্য ঋণ?
ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, যেসব ব্যাংক বর্তমানে বিয়ের জন্য ঋণ দিচ্ছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো:

উত্তরা ব্যাংক
এনসিসি ব্যাংক
সীমান্ত ব্যাংক
ইউসিবি (UCB)
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (MTB)
এছাড়া অনেক ব্যাংকের পার্সোনাল লোন বিভাগ থেকেই এই বিবাহ ঋণ নেওয়া যায়।

কারা পাবেন এই বিয়ের ঋণ সুবিধা?

প্রধানত চাকরিজীবীরাই এই ঋণের জন্য যোগ্য বিবেচিত হন। তবে এর জন্য কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতা থাকতে হবে:

আবেদনকারীর স্থায়ী চাকরি থাকতে হবে।
ভালো আয় থাকলে অগ্রাধিকার দেওয়া হয়।
বয়স, চাকরির অভিজ্ঞতা এবং আর্থিক লেনদেনের ইতিহাস বিবেচনায় নেওয়া হয়।
চিকিৎসক, শিক্ষকসহ অন্যান্য পেশাজীবীরাও নির্ধারিত শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।
বিয়ের জন্য ঋণ পেতে যেসব কাগজপত্র লাগবে

একজন আবেদনকারীর কাছে নিচের কাগজপত্রগুলো থাকতে হবে—

জাতীয় পরিচয়পত্র (NID)
পাসপোর্ট সাইজ ছবি
চাকরির প্রমাণপত্র (আইডি কার্ড/নিয়োগপত্র)
সর্বশেষ ৩–৬ মাসের পে-স্লিপ
ব্যাংক অ্যাকাউন্ট বিবরণী
টিআইএন সনদ
প্রয়োজনে এনওসি (অনাপত্তি সনদ)
কিছু ব্যাংক বিয়ের কার্ড, ভ্রমণের কপি কিংবা চিকিৎসার কাগজপত্রও চাইতে পারে। এ ছাড়া বর বা কনের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ছবি (দুই কপি) জমা দিতে হতে পারে।

বিয়ের খরচ এখন আর অদম্য নয়। যদি আপনি সঠিকভাবে কাগজপত্র প্রস্তুত করে আবেদন করেন, তাহলে দেশের শীর্ষ ব্যাংকগুলোর কাছ থেকে সহজ শর্তে বিয়ের ঋণ পেতে পারেন। আপনার স্বপ্নের বিয়েকে বাস্তবে রূপ দিতে আজই ব্যাংকে খোঁজ নিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে