বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭, ০৫:৩৬:৩৭

ভারতের সুপ্রিম কোর্টে তিন তালাক মামলার রায় স্থগিত

ভারতের সুপ্রিম কোর্টে তিন তালাক মামলার রায় স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক : ছয় দিনের ঐতিহাসিক শুনানির পর তিন তালাক মামলায় আপাতত রায়দান স্থগিত রাখল ভারতের সুপ্রিম কোর্ট৷ আগামী জুলাইতে সম্ভবত এই মামলার রায় ঘোষণা করবে ভারতের সর্বোচ্চ আদালত৷

তিন তালাক প্রথা রদে সরব হয়েছেন একাধিক মুসলিম সংগঠন৷ একাধিক আবেদনের ভিত্তিতে চলছিল মামালার শুনানি৷ তিন তালাকের পক্ষে সওয়াল করছেন আইনজীবী কপিল সিব্বল৷ অপরপক্ষে আছেন রাম জেঠমালানি৷ একাধিক আবেদনের ভিত্তিতেই চলছে এই মামলা৷

এদিন গোড়াতেই শাহ বানোর পক্ষের আইনজীবী মুসলিম ল’ বোর্ডকে মেনে নিতে বলে যে, তিন তালাক আসলে পাপ৷ অন্যদিকে ক’দিন আগেই কপিল সিব্বল সওয়াল করে বলেছেন, তিন তালাক আসলে একটি বিশ্বাসের ব্যাপার৷ সেখানে কোনও সাংবিধানিক নৈতিকতার প্রশ্ন নেই৷ অযোধ্যায় রামের জন্মও যেমন বিশ্বাসের ব্যাপার, ঠিক সেরকমই তিন তালাকও একটি সম্প্রদায়ের বিশ্বাস বলে মনে করা হয়৷ যদিও সে সময় কোর্টের কটাক্ষের মুখে পড়েন সিব্বল৷

এদিকে তিন তালাক যদি রদ করে আদালত, তবে মুসলিমদের বিবাহ ও বিচ্ছেদ সংক্রান্ত নতুন আইন আনার জল্পনাও উসকে দেয় ভারত সরকার৷ এই পরিস্থিতিতে বুধবার আদালত জানতে চায়, মুসলিম মহিলাদের তৎক্ষণাৎ তিন তালাকে না বলার অধিকার আছে কি না?

এদিকে এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ বাঞ্ছনীয় নয় বলেই দাবি করেছিল মুসলিম বোর্ড৷ তাদের আরও দাবি ছিল, তিন তালাক রদ হলে কোরানকেই অসম্মান করা হবে৷ মুসলিম সম্প্রদায় নিজেই এর সমাধান খুঁজে বের করতে পারবে বলেও মত ছিল৷

বৃহস্পতিবার আদালতে আইনজীবী অমিত চাডঢা জানান, এই প্রথা যে বাঞ্ছনীয় নয় তা মুসলিম বোর্ডও স্বীকার করেছে৷ এবং এর জেরে পুরুষতান্ত্রিক জুলুমের শিকার হচ্ছেন নারীরা তাও সত্যি৷ তাহলে কোর্ট এতে হস্তক্ষেপ করবে নাইবা কেন৷ এই শুনানির পরই আপাতত রায়দান স্থগিত রাখল ভারতের সুপ্রিম কোর্ট৷

১৮ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে