আন্তর্জাতিক ডেস্ক : ভিসা আবেদনের জন্য নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছে ঢাকার ইন্দোনেশীয় দূতাবাস। আগামী রবিবার (৪ জানুয়ারি) থেকে এই পদ্ধতি কার্যকর হবে।
বুধবার (৩১ ডিসেম্বর) দূতাবাসের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ৪ জানুয়ারি ২০২৬ থেকে ভিসা আবেদনকারীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দূতাবাসে উপস্থিত হতে হবে।
অ্যাপয়েন্টমেন্ট বুক করতে আবেদনকারীদের https://indonesiavisa-dhaka.org ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। নতুন এই অনলাইন সিস্টেম ইতোমধ্যে চালু হয়েছে। ফলে আবেদনকারীরা আগেভাগেই অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে পারবেন।
ওই ওয়েবসাইটে ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকা এবং প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (এফএকিউ) পাওয়া যাবে।
দূতাবাস জানিয়েছে, নতুন ব্যবস্থার আওতায় ওয়াক-ইন ভিসা আবেদন স্থায়ীভাবে বন্ধ থাকবে।