শুক্রবার, ১৯ মে, ২০১৭, ০৬:৩৭:০৬

কোরীয় উপদ্বীপে আরও একটি রণতরী পাঠালো আমেরিকা

কোরীয় উপদ্বীপে আরও একটি রণতরী পাঠালো আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার সঙ্গে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই কোরীয় উপদ্বীপের কাছে দ্বিতীয় বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যানকে পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী। পেন্টাগনের দাবি, প্রশিক্ষণে অংশ নেয়ার জন্য রিগ্যানকে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।

এদিকে, উত্তর কোরিয়া নতুন ধরণের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর পরই এ ঘোষণা দেয়া হলো। পরমাণু শক্তি চালিত রিগ্যান মঙ্গলবার কোরিয় উপদ্বীপের দিকে রওনা হয়ে গেছে বলে মার্কিন নিউজ চ্যানেল সিএনএন জানিয়েছে।

জাপানের ঘাঁটিতে মোতায়েন এ রণতরীর রক্ষণাবেক্ষণ এবং সাগরে পরীক্ষামূলক চালানোর পর একে কোরীয় উপদ্বীপের দিকে পাঠানো হলো। জানা গেছে, কোরিয় উপদ্বীপের কাছে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনের সাথে একযোগে প্রশিক্ষণ চালাবে এটি। ধারণা করা হচ্ছে, পিয়ংইয়ংকে শক্তি প্রদর্শনের জন্য যৌথ প্রশিক্ষণ চালানো হবে।

উল্লেখ্য, গত রবিবার উত্তর কোরিয়া মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র বা আইআরবিএমের পরীক্ষা চালিয়েছে। অনেক বিশেষজ্ঞ ধারণা করছেন, এ পর্যন্ত পিয়ংইয়ং যে সব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তার মধ্যে এটিই সবচেয়ে উন্নত মানের। এটি দুই হাজার কিলোমিটার উচ্চতা দিয়ে উড়ে প্রায় সাত শ' কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপানের পশ্চিম দিকের সাগরে গিয়ে পড়েছে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে