শুক্রবার, ০২ জানুয়ারী, ২০২৬, ১১:১৩:০৯

প্রবাসী কর্মীদের জন্য যে নতুন কঠোর নিয়ম চালু করল ওমান সরকার

প্রবাসী কর্মীদের জন্য যে নতুন কঠোর নিয়ম চালু করল ওমান সরকার

আন্তর্জাতিক ডেস্ক : ওমানে কাজের স্বপ্ন দেখছিলেন হাজারো প্রবাসী কর্মী, কিন্তু এখন থেকে বিদেশ যাত্রা সহজ নয়। ওমান সরকার নতুন একটি কঠোর নিয়ম চালু করেছে, যার ফলে দেশটিতে প্রবেশের আগে প্রবাসীদের একাডেমিক ও পেশাগত যোগ্যতার কঠোর যাচাই-বাছাই করতে হবে।

ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ করে প্রকৌশল, লজিস্টিকস, হিসাবরক্ষণসহ বিভিন্ন বিশেষায়িত পেশায় যারা কাজ করতে চান, তাদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের স্কিলস ইউনিট থেকে সনদ মূল্যায়ন করাতে হবে। যাচাই-বাছাই শেষে যোগ্য বিবেচিত হলে প্রবাসী কর্মীকে ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স দেওয়া হবে। এই লাইসেন্স ছাড়া নতুন করে কোনো প্রবাসীর নামে এন্ট্রি পারমিট ইস্যু করা হবে না।

এ নিয়মের মাধ্যমে ভুয়া সনদ প্রতিরোধ এবং দক্ষ জনশক্তি নিশ্চিত করাই ওমান সরকারের প্রধান লক্ষ্য। শ্রম মন্ত্রণালয়ের পরিচালক জাহের বিন আব্দুল্লাহ আল শেখ হুশিয়ারি জানিয়েছেন, ভুয়া সনদ পাওয়া গেলে জেল-জরিমানা ছাড়াও দেশে ফেরত পাঠানোর মতো কঠোর শাস্তি ভোগ করতে হবে।

এই নতুন পদক্ষেপের কারণে বাংলাদেশসহ অন্যান্য দেশের অনেক অদক্ষ ও সনদবিহীন প্রবাসী কর্মীর জন্য ওমানে যাওয়ার সুযোগ সংকুচিত হয়ে গেছে। তাই যারা ওমানে কাজ করতে চান, তাদের আগে থেকে নিজের যোগ্যতার প্রমাণ সঠিকভাবে সংগ্রহ করে রাখতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে