আন্তর্জাতিক ডেস্ক : গোমাংস খাওয়ায় তেমন কোনও অপরাধ আছে বলে মনে করেন না যোগগুরু রবিশঙ্কর। তিনি মনে করেন, কে কী খাবেন বা না খাবেন, তা বেছে নেওয়ার পুরোপুরি অধিকার রয়েছে তার। তবে প্রকাশ্যে পশুনিধনের ওপর বিধিনিষেধ আরোপ হওয়া উচিত।
শনিবার একটি সর্বভারতীয় ম্যাগাজিনে দেওয়া সাক্ষাত্কারে যোগগুরু রবিশঙ্কর বলেছেন, ''মানুষ যা চান, যেটা খেতে পছন্দ করেন, তাই খেতে পারেন। এতে অন্যায়ের কিছু নেই। তবে প্রকাশ্যে পশুনিধনটা একেবারেই মেনে নেওয়া যায় না।''
খোলাবাজারে গরু, মোষ বিক্রি বন্ধে মোদি সরকার সম্প্রতি যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাকে অবশ্য পুরোপুরি সমর্থন করেছেন রবিশঙ্কর। গত মাস থেকে নতুন করে শুরু হওয়া গোমাংস ইস্যুতে এই প্রথম মুখ খুললেন যোগগুরু। তার কথায়, ''ভারত সরকারের বিধি মানুষের খাদ্যাভাসকে অস্বীকার করেনি। বরং যেটা শোভন, তাকেই মান্যতা দিয়েছে।''
গোমাংসের জন্য প্রকাশ্যে গরু জবাই করার পরিণাম কী হয়েছে, তা বোঝাতে গিয়ে যোগগুরু বলেছেন, ''তামিলনাড়ুতে ৮৫ রকমের গরু, বাছুর ছিল। কিন্তু যথেচ্ছ গো-নিধনের ফলে তা কমতে কমতে এখন ২টিতে এসে দাঁড়িয়েছে। গরু হত্যা বন্ধে শুধু ভারতেই নয়, কিউবাতেও এমন আইন রয়েছে। সেখানে গরু জবাই করলে জরিমানা দিতে হয়।''
৩ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস