আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যাশিতভাবেই ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন এনডিএ- প্রার্থী বেঙ্কাইয়া নাইডু। মোট ৫১৬টি ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বি বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী পেয়েছেন ২৪৪টি ভোট। তবে সংসদের ৭৮৫জন সাংসদের মধ্যে ভোট দিতে পেরেছেন ৭৭১জন।
এদিন মোট ৯৮.২১ শতাংশ ভোট পড়ে। ৭৭১টি ভোটের মধ্যে ১১টি ভোট বাতিল হয়েছে বলে জানা গিয়েছে। জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৩৮১টি ভোটের। যে ১৪ জন সাংসদ ভোট দিতে পারেননি তাদের মধ্যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ রয়েছেন বলে জানা গিয়েছে।
তারা হলেন তাপস পাল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ ভোট দিতে পারেননি। অপরদিকে বিজেপিরও দুই সাংসদ ভোট দিতে পারেননি বলে জানা গিয়েছে। এদিন সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় সন্ধ্যা ৬টায়।
বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারির মেয়াদ শেষ হচ্ছে ১০ই আগস্ট। এর আগে টানা দুবার উপরাষ্ট্রপতি ছিলেন হামিদ আনসারি। এবার হামিদ আনসারির স্থলাভিসিক্ত নিয়ম অনুযায়ী উপরাষ্ট্রপতি হওয়ার পাশাপাশি রাজ্যসভার চেয়ারম্যানও হবেন বেঙ্কাইয়াই নাইডু।
মোহাম্মদ হামিদ আনসারি ১ এপ্রিল, ১৯৩৪ কলকাতায় জন্মগ্রহন করেন। বিশিষ্ট শিক্ষক ও কূটনৈতিক মোহাম্মদ হামিদ আনসারি ভারতের জাতীয় সংখ্যালঘু কমিশনের সাবেক চেয়ারম্যান এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের দায়িত্বও পালন করেন।
অন্যদিকে, বেঙ্কাইয়া নাইডুর জয়ের পর প্রথম শুভেচ্ছাবার্তাটি আসে প্রতিপক্ষ গোপালকৃষ্ণ গান্ধীর থেকেই। এরপর একে একে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদি। শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুসহ আরও অনেকে।
কেন এই বেঙ্কাইয়া নাইডু?
প্রথম কারণ তিনি তরুণ বয়স থেকেই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সঙ্গে যুক্ত। এবং দ্বিতীয় দক্ষিণ ভারত জয়ের স্বপ্নে বিভোর বিজেপি অন্ধ্রপ্রদেশের নেল্লোরের এক কৃষক পরিবারের সন্তানকে উপ রাষ্ট্রপতি করে বার্তা দিলেন যে দক্ষিণ ভারত কতটা গুরুত্বপূর্ণ বিজেপির কাছে। এদিকে বেঙ্কাইয়া নাইডুর উপ রাষ্ট্রপতি পদে যাওয়া নিশ্চিত হয়ে যাওয়ার সঙ্গে আরও যে বিষয়টি নিশ্চিত হয়ে গেল সেটি হল কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল এবার দ্রুত করা হবে।
কারণ গুরুত্বপূর্ণ তথ্য সম্প্রচার মন্ত্রনালয়, পরিবেশ মন্ত্রনালয়, প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মতো পদগুলিতে আবার পূর্ণ সময়ের মন্ত্রী নিয়োগ করতে হবে। তবে উপ রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু দক্ষিণ বনাম দক্ষিণ। কারণ বেঙ্কাইয়া নাইডু নেল্লোরের বাসিন্দা এবং জন্মসূত্রেই দক্ষিণী। কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারীর দৌহিত্র এবং মোহনদাস করমচাঁদ গান্ধীর পৌত্র গোপালকৃষ্ণ গান্ধী জন্মসূত্রে আংশিক দক্ষিণ। এবং এখন তিনি স্থায়ীভাবে চেন্নাইয়ের বাসিন্দা। সুতরাং অন্ধ্রপ্রদেশ বনাম তামিলনাড়ুর লড়াই হয়ে গেল?
এমটিনিউজ/এসএস