সোমবার, ০৭ আগস্ট, ২০১৭, ১০:৫৯:১৫

৩৬ বছর ধরে নরেন্দ্র মোদীকে রাখি পরাচ্ছেন তাঁর পাকিস্তানি বোন

৩৬ বছর ধরে নরেন্দ্র মোদীকে রাখি পরাচ্ছেন তাঁর পাকিস্তানি বোন

আন্তর্জাতিক ডেস্ক:  রাখি যে শুধু ভাই-বোনের বন্ধন সুদৃঢ় করে তাই নয়, সম্প্রীতির এই উৎসব জাত-পাত, ধর্ম-বর্ণ, এমনকী সীমান্তের ব্যবধানও মুছে দেয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই তার সবচেয়ে বড় প্রমাণ।

৩৬ বছর ধরে তাঁকে রাখি পরিয়ে আসছেন এক পাকিস্তানি মহিলা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ৩৬ বছর ধরে নরেন্দ্র মোদীকে রাখি পরাচ্ছেন তাঁর পাকিস্তানি বোন । কামার মহসিন শেখ নামে ওই মহিলা বিবাহের পর ভারতে আসেন। তারপর থেকে তিনি এদেশেই আছেন।

স্বামীর পরিবারের লোকজন ছাড়া ভারতে আর কোনও আত্মীয় ছিল না। কাউকে চিনতেনও না তিনি। একদিন আলাপ হয় মোদীর সঙ্গে। এরপর তাঁদের মধ্যে ভাই-বোনের সম্পর্ক তৈরি হয়। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরেও তাঁদের সেই সম্পর্ক অটুট।

কামার বলেছেন, ‘আমার স্বামী ছবি আঁকেন। তাঁর সঙ্গে একবার দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপ হয়। তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি। প্রায়ই তাঁর সঙ্গে আমার দেখা হয়। প্রতিবারই তিনি প্রশ্ন করেন, কেমন আছো বোন? আমি ৩৬ বছর ধরে তাঁকে রাখি পরাচ্ছি। প্রথমবার রাখির দিনে যখন তাঁকে রাখি পরাতে গিয়েছিলাম, তিনি সানন্দে হাত বাড়িয়ে দেন। এরপর থেকে প্রতিবারই তাঁকে রাখি পরিয়ে আসছি।’

কামারের সঙ্গে যখন তাঁর নরেন্দ্রভাইয়ের আলাপ হয়, তখন তিনি সাধারণ আরএসএস কর্মী ছিলেন। পরবর্তীকালে একাধিকবার গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার পর এখন দেশের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন মোদী। তিনি এবারও বোনকে দিল্লিতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে গিয়ে তাঁর হাতে রাখি বেঁধে দেবেন পাকিস্তানি বোন।

এছাড়া বৃন্দাবনের গোপীনাথ মন্দিরেও রাখি উৎসব উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানকার পাঁচ জন বিধবা মহিলাও দিল্লিতে এসে প্রধানমন্ত্রীকে রাখি পরাবেন। প্রায় দেড় হাজার হাতে তৈরি রাখি উপহার দেওয়া হবে মোদীকে।-এবিপি

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে