আন্তর্জাতিক ডেস্ক : আইএএস কর্মকর্তার মেয়ে বর্ণিকা কুণ্ডুর গাড়ি পিছু করার মামলা নিয়ে হরিয়ানার বিজেপির অন্দরে শুরু হল জলঘোলা৷ আর এরই মধ্যে আইএএস অফিসারের মেয়ের বিরুদ্ধে মন্তব্য করায় বিতর্কের মুখে পড়লেন ভারতের হরিয়ানার বিজেপির অধ্যক্ষ রামবীর ভাট্টি৷
সুভাষের ছেলে বিকাশ বারালার বিরুদ্ধে এক বন্ধুকে সঙ্গে নিয়ে কয়েকদিন আগে রাতে গাড়িতে হরিয়ানার এক আইএএস অফিসারের মেয়ের গাড়ির পিছু নিয়ে হেনস্থার অভিযোগ উঠেছে। বিকাশকে গ্রেফতার করে জামিনে ছেড়ে দেওয়া হয়।
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার গতকালই সুভাষ বারালার রাজ্য বিজেপি প্রধানের পদ থেকে ইস্তফার দাবি খারিজ করে দেন। আইএএস অফিসারের মেয়েকে হেনস্থার ঘটনার সঙ্গে তার কোনও যোগ নেই, এটা স্রেফ একজন ব্যক্তির ব্যাপার, অভিযুক্ত দোষী প্রমাণিত হলে আইন মতোই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। কিন্তু তাতে ক্ষোভ দূর হচ্ছে না।
আর এরকই পরিপ্রেক্ষীতে রামবীর ভাট্টি মন্তব্য করেন, ‘ওই মেয়েটা কেন অত রাতে রাস্তায় ঘুরছিল৷ মেয়েদের অত রাতে বাড়ির বাইরে থাকা উচিত নয় ৷’
এমটিনিউজ/এসএস