আন্তর্জাতিক ডেস্ক: ভরা স্টেশনে মহিলা সরকারি অফিসারকে কিস(Kiss) করে লক-আপে গেলে এক যুবক। ঘটনাটি ঘটেছে মুম্বই স্টেশন বা ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে। ধৃত যুবক পেশায় দিনমজুর।
জিআরপি জানিয়েছে, ৬ নম্বর প্ল্যাটফর্মে তখন ওই মহিলা অফিসার তাঁর সহকর্মীর সঙ্গে কথা বলছিলেন। ২৮ বছর বয়সি এক যুবক আচমকা ওই মহিলাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করা শুরু করে।
ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান মহিলা। চিত্কার করতে শুরু করেন। পালাতে যাচ্ছিল যুবক। ধরে ফেলে জিআরপি। জিআরপি অফিসার সঞ্জয় সিন্ডের কথায়, 'যে মহিলার সঙ্গে এই কাজ করেছে ছেলেটি, তিনি কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ অফিসার। একটি কাজে এসেছিলেন।'
তবে দুঃখের বিষয় হল, স্টেশনের একটি সিসিটিভি ফুটেজেও ওই ঘটনাটি দেখা যাচ্ছে না। কারণ, বেশির ভাগ সিসিটিভি-ই কাজ করে না। খারাপ হয়ে পড়ে রয়েছে দীর্ঘ দিন।-এই সময়
এমটিনিউজ২৪/এম.জে