মঙ্গলবার, ০৮ আগস্ট, ২০১৭, ১০:৪৫:৩২

মুসলিম মেয়ের পড়াশুনার জন্য ৫১হাজার টাকার পুরস্কার মোদীর

মুসলিম মেয়ের পড়াশুনার জন্য ৫১হাজার টাকার পুরস্কার মোদীর

আন্তর্জাতিক ডেস্ক: এক মুসলিম ছাত্রীর উচ্চশিক্ষায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ স্নাতকস্তরের পড়াশুনা শেষ করার জন্য মোদী ওই ছাত্রীর হাতে তুলে দিলেন ৫১হাজার টাকার পুরস্কার৷

তবে, মুসলিমদের জন্য রয়েছে একটি বিশেষ স্কিমও৷ যাদের মৌলানা আজাদ এডুকেশনাল ফাউন্ডেশন(এমএইএফ) স্কলারশিপ থাকবে তারা শাদী শাগুন স্কিমের সমস্ত সুযোগ সুবিধা পেতে পারবে৷ এমএইএফ-র রয়েছে একটি নিজস্ব ওয়েবসাইট৷ যেখানে এই স্কিম সম্পর্কিত সমস্ত তথ্য রয়েছে৷ এই বিশেষ স্কিমটি মুসলিম মেয়েদের পড়াশুনার অনেক সুবিধা করে দিয়েছে৷ স্কুল এবং কলেজে এই স্কিমের ফলে তারা তাদের উচ্চ শিক্ষা সম্পন্ন করতে পারেন৷

এমএইএফ-র এক শীর্ষ কর্তা জানিয়েছেন, মুসলিম সমাজের একটি বিরাট অংশ টাকার অভাবেই তাদের পড়াশুনা শেষ করতে পারে না৷ তাই তাদের জন্যই এই বিশেষ স্কিমটির ব্যবস্থা করা হয়েছে৷-কলকাতা২৪
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে