আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধং দেহি মেজাজে দুই প্রতিবেশী। ভারতীয় সেনাবাহিনীকে এ বার সরাসরি হুঁশিয়ারি দিল চিন, যুদ্ধ আসন্ন সীমান্তে। চিনের পিপলস লিবারেশন আর্মির সিনিয়র কর্নেল লি লি কড়া সুরে ডোকলাম থেকে সরে যেতে বললেন ভারতকে। ডোকলাম থেকে বিরাট দূরত্বে বসেই এই হুংকার দিলেন তিনি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, চিনা সরকারের আমন্ত্রণে ভারতের সাংবাদিকরা চিনে গিয়েছেন। তাঁদের সামনে সোমবার লি লি ওই কথা বলেন। তিনি জানান, ''চিনা সৈন্যরা কী ভাবছেন, তা নিয়ে আপনারা প্রতিবেদন লিখতে পারেন। আমি একজন যোদ্ধা, আমি সমস্ত রকম চেষ্টা করব যাতে সার্বভৌম অখণ্ডতা রক্ষার চেষ্টা করব।''
লি লি বলেন, বিপুল সংখ্যক ভারতীয় সেনা জড়ো হয়েছে সীমান্তে। তিনি বলেন, ''ভারতীয় সৈন্যরা সীমান্তে কী করবেন, তার উপরই নির্ভর করছে পিএলএ কী করবে। আমরা যথাসময়ে ব্যবস্থা নেব।''
এই সফরে ভারতীয় সাংবাদিকদের সুযোগ হয়েছে পিএলএ-এর মহড়া দেখার। যার মধ্যে রয়েছে নানারকম সামরিক দক্ষতা। প্রসঙ্গত, গত ১৬ জুন থেকে ডোকালামে সামরিক অস্থিরতার সূত্রপাত। চিনা সৈন্যবাহিনী ভুটানের কাছে রাস্তা তৈরি শুরু করা থেকেই এই উত্তেজনার সূচনা।-এবেলা
এমটিনিউজ২৪/এম.জে