মঙ্গলবার, ০৮ আগস্ট, ২০১৭, ১১:৪৭:১৩

হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্স চেয়ে তিনি পাননি, তাই মৃত ছেলেকে কাঁধে নিয়ে বাড়ি ফিরল বাবা

হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্স চেয়ে তিনি পাননি, তাই মৃত ছেলেকে কাঁধে নিয়ে বাড়ি ফিরল বাবা

আন্তর্জাতিক ডেস্ক:  হাসপাতালে অ্যাম্বুল্যান্স না পেয়ে মৃত সন্তানকে কাঁধে চাপিয়েই বাড়ির পথে, গ্রামের দিকে রওনা দিলেন আদিবাসী বাবা। এমন দৃশ্যের সাক্ষী থাকল গুমলা সদর। পুলিশ জানিয়েছে, গুমলার বসিয়া গ্রামের বাসিন্দা করণ সিংহের আট বছরের ছেলে সুমনের ম্যালেরিয়া হয়েছিল।

প্রথমে স্থানীয় চিকিত্‍সকদের দেখানোর পরেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে জেলার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই গত কাল সুমনের মৃত্যু হয়। পেশায় কৃষক করণ সিংহের অভিযোগ, মৃত ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুল্যান্স চেয়ে তিনি পাননি।

হাসপাতাল কর্তৃপক্ষও কোনও ব্যবস্থা করেননি। বাধ্য হয়েই ছেলেকে কাঁধে ফেলে রওনা দেন তিনি। মৃত ছেলেকে পিঠে করে নিয়ে যাওয়ার ছবি কিছু স্থানীয় মানুষ তুলে তা সোশ্যাল মিডিয়ায় তুলে দেন। সেই ছবি দ্রুত ছড়িয়ে যায়। প্রতিবাদের ঝড় ওঠে।

যদিও গুমলার সিভিল সার্জেন জেপি সিংহের দাবি, ''হাসপাতালে অ্যাম্বুল্যান্স ছিল। কিন্তু ওই ব্যক্তি ছেলের মৃত্যুর পরে হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু না জানিয়েই ছেলেকে কাঁধে নিয়ে তড়িঘড়ি রওনা দেন। আমরা বিষয়টি জানতেই পারিনি।'' মুখ্যমন্ত্রী রঘুবর দাস অবশ্য পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।-আনন্দ বাজার

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে