মঙ্গলবার, ০৮ আগস্ট, ২০১৭, ১২:০৬:৪১

‘মাস খানেকের মধ্যেই বড়সড় আকারের যুদ্ধ হবে ভারত ও চীনের’

‘মাস খানেকের মধ্যেই বড়সড় আকারের যুদ্ধ হবে ভারত ও চীনের’

আন্তর্জাতিক ডেস্ক: সিকিম সীমান্তে ডোকালাম নিয়ে চলা ভারত-চীন অশান্তি পূর্ণাঙ্গ যুদ্ধের আকার নেবে শীঘ্রই। সংবাদ সংস্থা IANS-এর মুখোমুখি হয়ে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিবিদ মেঘনাদ দেসাই একথা বলেন। তাঁর আশঙ্কা মাস খানেকের মধ্যে ভয়াবহ আকারের যুদ্ধের রূপ নিতে পারে ডোকালাম ইস্যু। ‘ব্রিটিশ হাউস অফ লর্ডস’-এর সদস্য দেসাই বলেন, বেশ কয়েকটি ধাপে হবে সেই যুদ্ধ। আর তাতে যুক্ত হবে আমেরিকাও। ওয়াশিংটন অবশ্য দিল্লির পক্ষে থাকবে বলেই মনে করছেন তিনি।

সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, যে কোনও সময় যুদ্ধ হতে পারে। আর সেই যুদ্ধ নিয়ন্ত্রণ করা সত্যিই কঠিন হবে। হামলা হতে পারে আচমকা। ঠিক কবে, কোথায় সেই হামলা হতে পারে সেটা না অনুমান করতে পারলেও মেঘনাদ দেসাই বলেন, যুদ্ধ হবে বিভিন্ন দিক থেকে। অর্থাৎ হিমালয় পর্বত থেকেও আক্রমণ হতে পারে আবার দক্ষিণ চীন সাগরেও হতে পারে যুদ্ধ। আর সেক্ষেত্রে শুধু ডোকালাম নয়, চীন সীমান্তের যে কোনও জায়গা থেকে চিনা সেনা হামলা চালানোর চেষ্টা করবে বলেও তিনি মনে করেন।

তাঁর মতে, শুধু ভারত চীনের উপরেই নির্ভর করছে না ডোকালাম সমস্যার সমাধান। দক্ষিণ চীন সাগরে কি হয়, তার উপরেও নির্ভর করছে। অর্থাৎ, ভারত আর আমেরিকার সঙ্গে লড়াই হবে চীনের। আর আমেরিকা যে ভরতের পাশে দাঁড়াবে সেটা নিশ্চিত বলেই মনে করছেন পদ্মভূষণ প্রাপ্ত এই রাজনীতিবিদ। কারণ তাঁর মতে, ভারত ও আমেরিকা একে অপরের সাহায্য ছাড়া চীনের সঙ্গে লড়াই করতে পারবে না। তিনি আরও বলেন যে নয়াদিল্লির এই ব্যাপারে হুঁশিয়ার থাকা দরকার।

কারণ, চীনা সেনা আর পাকিস্তানি সেনা এক নয়। চীন অনেক বেশি ক্ষমতাশালী। পাহাড়ে যুদ্ধের ক্ষেত্রে তারা যথেষ্ট ট্রেনিং প্রাপ্ত। তাই যুদ্ধ হলে ভারতের জন্য বেশ কঠিন লড়াই হবে।-কলকাতা২৪
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে